বাড়িতে AC নেই? জেনে নিন ঘরকে ঠান্ডা রাখার ১২টি টিপস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: গ্রীষ্মকাল মানেই অস্বস্তিকর একটা আবহাওয়া! সকলের বাড়িতে এসি থাকে না আবার থাকলেও তারা সকল ঘরে ব্যবহার করে না কারণ এসির মধ্যে সবসময় কাটাতেও যথেষ্ট সমস্যা হয়। কিন্তু কয়েকটি পদ্ধতিতেও ঘরকে শীতল রাখা যায়। যখন এসি আবিষ্কার হয়নি তখন গরম দেশের মানুষেরা এই পদ্ধতিতেই তাদের ঘরকে ঠান্ডা রাখতেন, নিচে রইল এমনই কিছু টিপস-

১) এসি ছাড়া ঘরকে ঠান্ডা করার সবচেয়ে সেরা উপায় হল, একটি টেবিল ফ্যান এবং এক বালতি ঠান্ডা জল জানালার পাশে রেখে দিলে মুহূর্তেই তা ঘরকে ঠান্ডা করে তুলবে।

২) গরমকালে যাদের একতলা পাকা বাড়ি, তুলনামূলকভাবে তাদের ঘরের উষ্ণতা অনেক বেশি হয়। এই সময় যদি কয়েক বালতি ঠান্ডা জল ছাদে ঢালা হয়, তবে ঘর ঠান্ডা হয়। বিশেষ করে রাতে শোবার আগে

৩) সূর্য ডুবে যাওয়ার পরেই ঘরের জানলা খুলে দিয়ে ঠাণ্ডা বাতাসে ঘরের গুমোট আবহাওয়াকে দূর করবে। এর ফলে ঘর ঠান্ডা হয়ে উঠবে।

৪) বাড়ির পূর্ব ও পশ্চিম দিকে জায়গা থাকলে বড় বড় গাছ লাগান। এরফলে সারাদিন রোদে পড়ার হাত থেকে রেহাই পাবেন এবং ঘর তুলনামূলকভাবে ঠান্ডা হয়ে উঠবে।

৫) এছাড়াও এমন কতগুলি চারা গাছ রয়েছে যা বাড়ির মধ্যে রাখলেও ঘর ঠান্ডা থাকে। যেমন অ্যালোভেরা, বস্টন ফার্ন, স্নেক প্লান্ট, উইপিং ফিগ, এরিকা পাম ইত্যাদি। এগুলি কেবল ঘরকে ঠান্ডা রাখেনা, ঘরের বাতাসকেও শুদ্ধ করে।

৬) শৌখিন পর্দা ফোল্ড করে রেখে গরমকালে বাঙালির অতি পরিচিত খসখস টাঙান জানলায়। এতে বাইরের তাপ সবচেয়ে ভাল আটকানো যায়। আগে অফিস-কাছারিতে খসখস জলে ভিজিয়ে দেওয়া হত। কিন্তু তা না করলেও চলবে। বাইরের তাপ খসখসে আটকে বাকি ব্যবস্থা অন্যভাবে করুন।

আরও পড়ুন: কবে খুইয়েছেন ভার্জিনিটি? জেনে নিন উত্তরে কী বললেন ইলিয়ানা…

৭) কাচের জানলা যাঁদের, তাঁরা খসখসের বদলে শৌখিন ‘ব্লাইন্ডস ইনস্টল’ করতে পারেন। এতেও পুরোপুরি আটকানো যায় বাইরের তাপ।

image

৮) গরমের সময়ে ওভারহেড ট্যাঙ্কে বেশি জল রাখবেন না। জল তাড়াতাড়ি তেতে আগুন হয়ে যায়। গরম জলের ভাপ সব সময়েই বেশি। তাই সেই জল যখন ব্যবহার করবেন তার গরম বাষ্প ঘরও গরম করে তুলবে। তাই প্রয়োজন মতো অল্প অল্প জল তুলে ব্যবহার করুন। এতে জলটাও ঠান্ডা পাওয়া যাবে।

৯) বাড়ির মধ্যে কয়েকটি জায়গায় বড় মাটির মালসায় জল রাখুন ও তাতে কয়েকটি সুগন্ধি ফুল ফেলে দিন। দিনে দু’তিনবার জল পালটান। ঠান্ডা জলের বাষ্পে ঘর ঠান্ডা থাকবে। ভ্যাপসা গন্ধও হবে না।

১০) তুলোর বালিশের পরিবর্তে বাজরার বালিশ ব্যবহার করুন গরমকালে। তুলোর বালিশ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়।

১১) সাধারণ বাল্‌ব-টিউব পাল্টে ব্যবহার করুন এলইডি বাল্ব। কারণ ইনক্যান্ডেসেন্ট বাল্‌ব থেকে গরম হয়ে যায় ঘর।

১২) দিনে দু’বার করে ঘর ও জানলার স্ল্যাব ভাল করে মুছুন। এতেও ঘর ঠান্ডা হতে সাহায্য করবে।

আরও পড়ুন: মুক্তি পেল ঊর্বশীর নতুন Dance Number, দেখে নিন নায়িকার তাক লাগানো নাচ

Gmail 2

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest