দিলদরিয়া! করোনা মোকাবিলায় আরও ২ কোটি টাকা দান অক্ষয়ের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: আবারও ২ কোটি টাকা অনুদান দিলেন অক্ষয় কুমার৷ এই অর্থ সাহায্য তিনি করলেন মুম্বই পুলিশকে৷

একের পর এক অনুদান। তবু দান বন্ধ নেই অক্ষয় কুমারের (Akshay Kumar)। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে (PM Care Fund) ২৫ কোটি টাকা দানের পর তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন হল মালিকদের দিকে। এবার ২ কোটি টাকা দান করলেন মুম্বই পুলিশ ফাউন্ডেশনে। অভিনেতার বক্তব্য, দেশবাসীকে রক্ষা করতে যাঁরা অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিচ্ছেন সবাইকে নিজেদের জীবন বিপন্ন করে, তাঁদের পরিশ্রমের কাছে এই দান সামান্য।তবু তাঁদের পাশে থাকার এটাই তিনি উপযুক্ত সময় বলে মনে করছেন। তাই মুম্বই পুলিশকে  (Mumbai Police) কুর্নিশ জানিয়ে তাঁর এই সামান্য দান।

আরও পড়ুন: শর্ট ড্রেসে ‘গেন্দা ফুল’, সোশ্যাল কুপোকাত দেবলীনা ও রেশমির ঠুমকায়! দেখুন ভিডিও

মুম্বই পুলিশ টুইট করে এই তথ্য সামনে আনতেই সোশ্যালে অভিনন্দনের বন্যা বইছে। মুম্বই প্রশাসনের সঙ্গে অভিনেতার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরাও। পুলিশ কমিশনার পরম বীর সিং টুইট করে বলেন, অক্ষয়ের এই দান উজ্জীবিত করবে প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা সমস্ত কর্মীদের।

পরম বীর সিংয়ের টুইটের জবাবে অক্ষয় কুমার জানান, “আমি মুম্বই পুলিশের প্রধান কনস্টেবল চন্দ্রকান্ত পেন্ডুরকার এবং সন্দীপ সুরভে অভিবাদন জানাই। যাঁরা করোনার বিরুদ্ধে লড়ে নিজেদের জীবন উৎসর্গ করলেন দেশবাসীর জন্য। তাঁদের এই বলিদান ব্যর্থ হবে না।”

এদিকে করোনা লকডাউনে বড় পর্দার বদলে অক্ষয় কুমারের (Akshay Kumar) আগামী ছবি ‘লক্ষ্মী বম্ব’ (Laxmmi Bomb) মুক্তি পেতে চলেছে ডিজনি এবং হটস্টার ওয়েব প্ল্যাটফর্মে। এমনটাই জানিয়েছেন ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ মহল। ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে কিয়ারা আদবানিকে। পরিচালক রাঘব লরেন্সের এই ছবির সম্পাদনা, আবহ, মিক্সিং এবং ভিএফএক্স সহ অনেক কাজ বাকি। সেই কাজ জুনের মধ্যেই শেষ হবে বলে মনে করছেন টিম লক্ষ্মী বম্ব। তারপরেই প্রিমিয়ার হবে। অক্ষয় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, টিমের মুখ চেয়েই এই পদক্ষেপ নেওয়া হবে। আপাতত সমস্ত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বাড়ি থেকে।

আরও পড়ুন: Lockdown Look: গালভরা সাদা দাড়ি, কমেছে ওজন, চেনা দায় গাভাসকারকে

Gmail 3
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest