মকুব হবে ৩ মাসের EMI! করোনা-মোকাবিলায় বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: করোনাভাইরাস প্রাদুর্ভাবের জেরে দেশ জুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে ঋণের কিস্তি জমা দেওয়ার ক্ষেত্রে বড়োসড়ো ছাড় দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।

শুক্রবার সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন, সমস্ত ধরনের ঋণের ইএমআইয়ে তিন মাসের জন্য স্থগিতাদেশ জারি থাকবে।

আরও পড়ুন: দেশবাসীকে ঘরে আটকে রাখতে রামেই ভরসা কেন্দ্রের! আগামীকাল থেকে দূরদর্শনে ফিরছে ‘রামায়ণ’

বিবৃতিতে বলা হয়েছে: “সমস্ত বাণিজ্যিক, আঞ্চলিক, গ্রামীণ, এনবিএফসি এবং ছোটো ফিনান্স ব্যাঙ্কগুলিকে ৩১ মার্চ পর্যন্ত বকেয়া সমস্ত মেয়াদি ঋণের ইএমআই বা কিস্তি প্রদানের বিষয়টি তিন মাসের জন্য স্থগিত করার অনুমতি দেওয়া হচ্ছে।” অর্থাৎ, ঋণ বকেয়া রয়েছে, এমন কোনো ব্যক্তির অ্যাকাউন্ট থেকে পরবর্তী তিন মাসের জন্য কোনো ইএমআই কেটে নেওয়া হবে না। পাশাপাশি ক্রেডিট স্কোরেও এর কোনো প্রভাব পড়বে না। স্থগিতের সময়সীমা শেষ হওয়ার পরে ইএমআইগুলি আবার শুরু হবে।

এটি সমস্ত ধরনের ইএমআই প্রদানকারীদের, বিশেষত যাঁরা স্বনির্ভর প্রকল্পে ঋণ নিয়েছেন, তাঁদের কষ্ট লাঘব করবে। লকডাউনের জেরে উৎপাদন বন্ধ। চাহিদা থাকলেও জোগান নেই। স্বাভাবিক ভাবেই চরম আর্থিক সংকটের মুখে তাঁরা। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই ইতিবাচক পদক্ষেপ নিল আরবিআই।

আরও পড়ুন: চিন, ইটালিকেও ছাপিয়ে গেল আমেরিকা! আক্রান্ত বেড়ে ৮৫ হাজার, মৃত ১৩০০

এক নজরে দেখে নিই কী কী ঘোষণা বললেন শক্তিকান্ত দাস।

*****রেপো রেট ০.৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৪.৪০% করা হল। রিভার্স রেপো রেট ০.৯০ পয়েন্ট কমিয়ে করা হল ৪%।

***** সব আর্থিক প্রতিষ্ঠানকে তিন মাসের মোরেটরিয়াম বা পুনরুজ্জীবন প্যাকেজ দেওয়া হবে

***** বেসরকারি ব্যাঙ্কে যাঁর যা সঞ্চয় আছে, তা সুরক্ষিত

***** মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে

***** শেয়ার বাজারে ধীরে ধীরে স্থিতাবস্থা আসছে, ডলারের তুলনায় টাকার বিনিময়মূল্য কমছে

প্রসঙ্গত, রেপো রেট এবং রিভার্স রেপো রেট হ্রাসের কারণ হিসাবে আরবিআই গভর্নর বলেন, ব্যাঙ্কগুলিকে আকর্ষণবিহীন ভাবে আরবিআইয়ের কাছে টাকা জমা করতে এবং পরিবর্তে উৎপাদনশীল খাতে ঋণ দেওয়ার বিষয়ে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: করোনা আপডেট: দেশে আক্রান্ত বেড়ে ৭২৪, নতুন আক্রান্ত ৮৮, মৃত বেড়ে ১৭

Gmail 7

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest