করোনার কোপে কান, হতাশ বিশ্ব চলচ্চিত্রপ্রেমীরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: করোনার কারণে অনির্দিষ্ট কালের জন্যে পিছিয়ে দিতে হল এবছরের অলিম্পিক, আইপিএল, তেমনই পিছিয়ে দেওয়া হয়েছিল বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবও। আশা ছিল, গরমের শেষের দিকে আয়োজিত হবে এই উত্‍সব। তবে আপাতত সেই আশায় জল ঢেলে দিল কান কর্তৃপক্ষ।

করোনার কারণে অনির্দিষ্ট কালের জন্যে পিছিয়ে দিতে হল এবছরের অলিম্পিক, আইপিএল, তেমনই পিছিয়ে দেওয়া হয়েছিল বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবও। আশা ছিল, পরিস্থিতির সামান্য উন্নতি হলে, গরমের শেষের দিকে আয়োজিত হবে এই উত্‍সব। তবে আপাতত সেই আশায় জল ঢেলে দিল কান কর্তৃপক্ষ।

আয়োজকদের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, ‘ভাবা হয়েছিল, ৭৩তম কান চলচ্চিত্র উত্‌সব জুনের শেষে বা জুলাইয়ে শুরুতে আয়োজন করা যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার আর কোনও অবকাশ থাকছে না।’

আরও পড়ুন: IPL 2020: দ্বীপরাষ্ট্রে হোক খেলা, BCCI-কে প্রস্তাব শ্রীলঙ্কায়

এর আগে ফিল্ম ফেস্টিভ্যাল বোর্ডের সভাপতি পিয়েরে ল্যাসকিওর বলেছিলেন, ‘গোটা বিশ্বে যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়েছে ফ্রান্সে সেভাবে এই মারণ রোগ ছড়ালে অবিলম্বে কান ফিল্ম ফেস্টিভ্যাল বাতিল করা হবে। আশা করছি, মার্চের শেষের দিক থেকে করোনার দাপট কমতে থাকবে, এবং এপ্রিলে গিয়ে তার প্রভাব অনেকটাই কমবে বলে মনে করছি। আর যদি তখনও না কমে, তাহলে পরিবর্তন করা হবে কান ফিল্ম ফেস্টিভ্যালের সময়সূচী।’

দক্ষিণ ফরাসি উপকূলের শহর কানে আয়োজন করা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘কান চলচ্চিত্র উৎসব’। সাত দশকেরও বেশি সময় ধরে প্রতি বছরের মে মাসে অনুষ্ঠিত হয় এই উৎসব। এবারের উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ১২ থেকে ২৩ মে পর্যন্ত। সেই মোতাবেক প্রস্তুতি চলছিল। তবে করোনাভাইরাসের কারণে ইতিহাসে প্রথমবার উৎসব আয়োজন বাতিল হল।

আরও পড়ুন: দেশে করোনা সংক্রমণ ভয়াবহ হবে মে মাসেই, আশঙ্কা বিশেষজ্ঞদের

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest