করোনা রুখতে বাংলায় গোমূত্র পান, বিকোচ্ছে গোবরও, খাস কলকাতায় ‘মহৌষধ’ পান করলেন বিজেপি নেতারা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ভারতে মোট ১১৯ জন মারণ চিনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কীভাবে করোনা সংক্রমণ রোখা সম্ভব, তা নিয়ে চলছে জোর আলোচনা। সন্দিহান বিশেষজ্ঞরাও। এই পরিস্থিতিতে গোমূত্রকেই পথ্য হিসাবে বেছে নিলেন উত্তর কলকাতার বিজেপি নেতারা। সোমবার জোড়াসাঁকোয় গোপুজো করে গোমূত্র পান করালেন গেরুয়া শিবিরের নেতারা।

উত্তর কলকাতায় গোমাতার পুজোর আয়োজক বিজেপি নেতাদের দাবি, “এখনও পর্যন্ত করোনা ভাইরাস রোখার মতো কোনও ওষুধ পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে এই মারণ চিনা ভাইরাসকে একমাত্র রুখতে পারে গোমূত্রই। তাই গোমাতার পুজো করে আমরা সকলে গোমূত্র পান করছি। সবাইকে দিচ্ছি পান করতে।” বিজেপি নেতাদের এই দাবি ঘিরে বিভিন্ন মহলে হইচই পড়ে গিয়েছে। বেশিরভাগ মানুষ ‘কুসংস্কার’ বলে এই ঘটনাকে আখ্যা দিয়েছেন।

আরও পড়ুন: রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হচ্ছেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

এছাড়াও, সোমবার ডানকুনিতে দিল্লি রোডের পাশে, টেবিল পেতে গোবর ও গোমুত্র বিক্রি করতে দেখা যায় এক ব্যক্তিতে। তাঁর কাছে রয়েছে দেশি ও জার্সি গরুর মুত্র ও গোবর। দেশি গরুর মুত্রের দর বেশ চড়া। লিটারে ৫০০ টাকায় বিকোচ্ছে তা। গোবরের দরও একই। জার্সি গরুর গোবর বা গোমুত্র যাই নিন ৩০০ টাকা লিটার। তবে দরদাম করলে কিছু ছাড় মিলছে।

আরও পড়ুন: আগামিকালই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে, কমল নাথকে কড়া চিঠি রাজ্যপালের

মাবুদ আলি জানিয়েছেন, বাড়িতে ২টো গরু রয়েছে। কয়েকদিন আগে টিভিতে দেখি করোনাভাইরাস প্রতিরোধে দিল্লিতে হিন্দু মহাসভা গোমুত্র পার্টি করেছে। তার থেকে মাথায় গোমুত্র ও গোবর বিক্রির বুদ্ধি আসে।উল্লেখ্য, ক’দিন আগেই করোনা ভাইরাস ঠেকাতে রাজধানীতে গোমূত্র পার্টির আয়োজন করেছিল হিন্দু মহাসভা। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দেশে। আদৌ করোনা মোকাবিলায় গোমূত্র মহৌষধ কিনা তা প্রশ্নের মুখে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest