ভারতে করোনার বলি বেড়ে ৭৫, তিন হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ৭৫৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফেই শনিবার সন্ধ্যায় এই তথ্য জানানো হয়েছে৷ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে৷ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৩০৭২৷ এখনও পর্যন্ত ২১৩ জন আক্রান্ত সুস্থ হয়ে গিয়েছেন৷ আক্রান্তদের মধ্যে ৬৫ জন বিদেশি নাগরিক রয়েছেন৷

আরও পড়ুন: বিরোধীদের দাবি মেনে করোনা আবহে ৮ এপ্রিল সর্বদলীয় ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর

এর আগে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ৬০১ জন। এক দিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯০২।  যে ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে আবার তাতে উদ্বেগ বেড়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া হিসেবে আক্রান্তের সংখ্যা ছিল ২৩০১।

আরও পড়ুন: তালি বাজিয়ে, আকাশে টর্চ মেরে সমস্যার সমাধান হবে না, টুইটে কটাক্ষ রাহুল গান্ধির

দেশের মধ্যে এখনও করোনাভাইরাসে সবচেয়ে বেশি কেস মহারাষ্ট্রে। অন্যদিকে নিজামুদ্দিন ঘটনার জেরে অনেক সংখ্যা বেড়েছে দিল্লি ও তামিলনাড়ুতে। কেরালায় যদিও পরিস্থিতি অনেকটা ভালো। আজ মাত্র নয়টি কেসের সন্ধান মিলেছে।বাংলায় এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ৬৯। এর মধ্যে সরকারি মতে মারা গিয়েছেন তিনজন। তবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও দেশের মধ্যে মোট ২১৩জন করোনা আক্রান্ত এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন৷ এই পরিস্থিতিতে করোনা সংকট নিয়ে আলোচনা করতে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

বিভিন্ন রাজ্য থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত প্রায় সাডে় তিন হাজার ব্যক্তি। মারা গিয়েছেন ৯১জন। অন্যদিকে বিশ্বে করোনা আক্রান্ত প্রায় এগারো লক্ষ মানুষ। মারা গিয়েছেন ৬১ হাজার জন।

আরও পড়ুন: বেতাজ বাদশা! কোয়ারেন্টাইন সেন্টার গড়তে নিজেদের ৪ তলা অফিস দিয়ে দিলেন শাহরুখ

Gmail

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest