যোগীরাজ! হাসপাতালের বাইরে ফুটপাতে বসে রইল ৬৯ জন করোনা রোগী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এটাওয়া: করোনা রোগীকে রাখার পরিকাঠামো নেই। অতএব তাঁরা ঠায় বসে রইল রাস্তার উপরেই। একজন দু’জন নন, ৬৯ জন রোগীকে হাসপাতালের গেটেই ফুটপাতে অপেক্ষা করতে দেখা গেল। ঘটনাস্থল উত্তর প্রদেশ। ভিডিও ছড়িয়ে পড়তেই আতঙ্কিত এলাকার মানুষ।

জানা গিয়েছে, কোভিড-১৯এ আক্রান্ত ওই ৬৯ জন রোগীকে বাসে করে আনা হয় আগ্রা থেকে। ১১৬ কিলোমিটার পাড়ি দিয়ে সকালেই তাঁরা পৌঁছে যান এটাওয়া শহরের কাছে সাইফাইয়ের উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সে। কিন্তু সেখানে পৌঁছে হাসপাতালে জায়গা পেতে সময় লেগে যায় ঘণ্টাখানেকেরও বেশি।

আরও পড়ুন:  করোনার জের! ক্রিকেটে এবার বৈধ হতে পারে বল বিকৃতি

এই অমানবিক যে সব মোবাইল ভিডিয়ো ছড়িয়েছে, সেখানে দেখা যাচ্ছে, হাসাপাতালের গেটের বাইরে ফুটপাতে বসে আছেন তাঁরা। সকলেই তাঁরা পরে রয়েছেন মাস্ক। অন্য একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই এলাকার দায়িত্বে থাকা পুলিশ অফিসার চন্দ্রপাল সিংহ কিছুটা দূর থেকে তাঁদের উদ্দেশে বলছেন, ‘‘এখানে বসো। খুব তাড়াতাড়ি মেডিক্যাল দল এসে তালিকা তৈরি করে তোমাদের নিয়ে যাবে। তোমরা হঠাৎ চলে এসেছ। তোমাদের আসার কোনও খবর ছিল না। বসে থাকো, ঘুরে বেড়ানোর চেষ্টা করো না।’’

গাফিলতির কথা মেনে নিয়েছেন ওই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ কুমার। তবে এই ঘটনায় হাসপাতালের কোনও কর্মীর গাফিলতি নেই বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ‘‘আমি বলতে পারব না, কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। কোনও রোগীদের ভর্তি করার সময় বেশ কিছু পদ্ধতির মাধ্যমে যেতে হয়। তার পর রোগীদের ভিতরে ঢোকানো হয়। ওই রোগীদের আগের দিন(বুধবার) আসার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট দিনে না এসে পরের দিন এসেছেন তাঁরা। এ ব্যাপারে আমাদের কাছে কোনও তথ্য ছিল না। তবুও আমার দল তাঁদের যত দ্রুত সম্ভব ভর্তি করিয়েছে। তাঁরা বাইরে ঘুরছিলেন  কি না, সে ব্যাপারে আমি জানি না। আমার পক্ষে সেটা বলা সম্ভব নয়।’’

আরও পড়ুন:  করোনা রুখতে বাড়িতে কত ডিগ্রিতে চালাতে হবে এসি, জানিয়ে দিল কেন্দ্র

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest