দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১২ হাজার, মৃত বেড়ে ৪১৪

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হল আরও ৩৭ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৪। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকাল ৮টার বুলেটিনে দেখা গেছে, দেশজুড়ে ভাইরাস সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৩৮০। সংক্রমণ সারিয়ে সুস্থও হয়ে উঠেছেন ১৪৮৮ জন। আইসোলেশনে আছেন ১০,৪৭৭ জন।

আরও পড়ুন: করোনা: কলকাতা-সহ রাজ্যের চার জেলা ‘হটস্পট’, ‘গ্রিন জোন’-এ ৭ জেলা

মহারাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে। সেখানে ২ হাজার ৯১৬ জন আক্রান্ত। মৃত্যুও হয়েছে ১৮৭ জনের। শুধুমাত্র মুম্বইতেই আক্রান্তের সংখ্যা ১৮৯৬ জন। দিল্লিতে দেড় হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। এর পরেই রয়েছে তামিলনাড়ু (১২৪২) ও রাজস্থান (১০২৩)। মহারাষ্ট্র ছাড়া বাকি রাজ্যগুলিতে অবশ্য মৃত্যুর সংখ্যা কম। গুজরাতে ৭৬৬ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মৃত্যু হয়েছে ৩৩ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ২৩১। মৃত্যু হয়েছে ৭ জনের। নবান্নের দেওয়া তথ্য বলছে, এ রাজ্যে ‘অ্যাক্টিভ’ করোনা রোগী রয়েছেন ১৩২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। 

আরও পড়ুন: দেশে ১৭০ জেলা হটস্পট, রাজ্যের ১১ জেলায় করোনার দাপট

সারা দেশে ইতিমধ্যেই ১৭০টি জেলাকে সংক্রমণের ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রয়েছে এ রাজ্যের ৪টি জেলা। রাজ্য সরকার অবশ্য এর আগেই বেশ কিছু এলাকাকে চিহ্নিত করে ফেলেছে। সেগুলিকে সরাসরি ‘হটস্পট’ না বলে, বলা হচ্ছিল ‘হাই রিস্ক জোন’।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি থেকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশজুড়ে র‍্যাপিড টেস্টের সংখ্যা বাড়ায়, দ্রুত সংক্রামিতদের খোঁজ মিলছে। চিকিৎসাও শুরু হচ্ছে সেই মতোই।আইসিএমআর-এর দেওয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত সারা দেশে এখনও পর্যন্ত ২ লক্ষ ৪৪ হাজার ৮৯৩ জনের পরীক্ষা হয়েছে।

আরও পড়ুন: অচেনা করোনা আতঙ্ক হাসপাতাল ছাড়া করেছে মুমূর্ষু রোগীদের

Gmail 1

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest