এক রাতে ১০০০ পজিটিভ, দেশে করোনা আক্রান্ত ২০ হাজার ছুঁইছুঁই, মৃত বেড়ে ৬৪০

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: এক রাতেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০০০ বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ১৫ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৯৯।

 ২২ এপ্রিল, বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৯৯৮৪। ইতিমধ্যেই কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে ৬৪০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এক রাতে মৃত্যু বেড়েছে ৩৭। অবশ্য এর মধ্যে ৩৮৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ ১৫৪৭৪ জন।

সারা দেশের মধ্যে করোনা সংক্রমণের সবচেয়ে ভয়াবহ ছবি উঠে আসছে মহারাষ্ট্র থেকে। সেখানে ৫ হাজার ২১৮ জন সংক্রমণের শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে ২৫১ জনের। এর পরেই রয়েছে গুজরাত। সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭৮ জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে সংক্রমণের কবলে পড়েছেন ২ হাজার ১৫৬ জন। সংক্রমণের গণ্ডি দেড় হাজার ছাপিয়ে গিয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান ও তামিলনাড়ুতেও। ১ হাজার ২৯৪ জন সংক্রমিত হয়েছেন উত্তরপ্রদেশে। তেলঙ্গানায় করোনা আক্রান্ত ৯২৮ জন।

আরও পড়ুন:  শুধু বিরোধী শাসিত রাজ্যে প্রতিনিধি দল! কেন্দ্রকে আক্রমণে ডেরেক-সুদীপ, সঙ্গ দিলেন সিঙ্ঘভি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৩ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। নবান্ন জানাচ্ছে, এ রাজ্যে সক্রিয় করোনা রোগী রয়েছেন ২৭৪ জন।

নতুন করে সংক্রমণ ধরা পড়েছে কেরলেও। এখন সেখানে আক্রান্তের সংখ্যা হয়েছে ৪২৭। সেখানে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের করোনা ধরা পড়েছে। গোটা দেশেই যখন করোনা ছোবল দিয়েছে, তখন এক মাত্র ব্যতিক্রমী ছবি দেখা গিয়েছে সিকিমে। সেখানে এখনও পর্যন্ত এক জনও করোনা আক্রান্ত ধরা পড়েনি। অবশ্য এর পাশাপাশি এই অতিমারিকে হারিয়ে দিতে পেরেছেন অনেকেই। দেশে এখনও পর্যন্ত ৩ হাজার ৮৭০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠছেন।

আরও পড়ুন:  ‘কেন্দ্রীয় দলকে সাহায্য করুন’, রাজ্যকে কড়া ভাষায় চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest