করোনার জের: রাজ্যে স্থগিত পুরভোট, জুনের আগে ভোট হওয়ার সম্ভাবনা নেই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: করোনাভাইরাসের জেরে আপাতত রাজ্যে পুরভোট হচ্ছে না। সোমবার একথা জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আজ সর্বদল বৈঠকের পরই কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে পুরভোট স্থগিতের কথা জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। ১৫ দিন পর এই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে একইসঙ্গে জানিয়েছেন, ‘ভোটের প্রস্তুতি চলবে।’

করোনা-আতঙ্কের মধ্যে রাজ্য়ের ১১১টি পুরসভার ভোট নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এই নিয়ে আলোচনা করতেই আজ দুপুর ৩টে থেকে সর্বদল বৈঠক ডাকে রাজ্য নির্বাচন কমিশন। করোনা-আতঙ্কের মধ্যে রাজ্য়ের ১১১টি পুরসভার ভোট নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এই নিয়ে আলোচনা করতেই আজ দুপুর ৩টে থেকে সর্বদল বৈঠক ডাকে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন: মাস্ক ছাড়া পথে নয়, করোনা সংক্রমণ রুখতে বর্ধমানে অভিনব উদ্যোগ

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস প্রতিরোধে যে স্বাস্থ্যবিধি ঘোষণা হয়েছে নির্বাচন করালে তা প্রতিপদে লঙ্ঘিত হবে। যা করতে চায় না কমিশন। গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনও নির্বাচনে গুরুত্বপূর্ণ পর্যায় হল প্রচার। আর সেই প্রচার করতে আয়োজন করতে হয় সভা সমাবেশের। রাজনৈতিক দলের কর্মীরা ভোটারদের দোরে দোরে গিয়ে ভোট ভিক্ষা করেন। যার ফলে যে কোনও সময় ছড়াতে পারে সংক্রমণ। আবার এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের সংক্রমণের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না রাজনৈতিক দলগুলি। তাছাড়া আশঙ্কার আবহে বহু কর্মী বেরোতেও চাইবেন না। ফলে নির্বাচন সুষ্ঠু ভাবে করানো শেষ পর্যন্ত মুশকিল হয়ে পড়বে।

আরও পড়ুন: বারান্দা-জানলা থেকে করোনা-ভয়কে জয় করার মন্ত্র, জীবনমুখী সুরে মুখরিত ইতালি

সূত্রের খবর, রমজানের শেষে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এলে শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া। সেক্ষেত্রে মে-র শেষ সপ্তাহের আগে নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা নেই। সব নিয়ম মেনে নির্বাচন করতে হলে ভোটগ্রহণ হবে জুনের শেষে। তবে কলকাতা ও হাওড়ার পুর নির্বাচনের সঙ্গেই বাকি ১০২টি পুরসভার নির্বাচন হবে কি না, তা জানায়নি কমিশন।

 

(আপনার আশপাশের পরিবর্তনের অংশ হতে চান? আমাদের খবর পাঠান ইমেল্ ও হোয়াটআপের মাধ্যমে)

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest