দেশে গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৩৫, মৃত বেড়ে ৩০৮! আক্রান্ত ৯১৫২

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: মাত্র দু’সপ্তাহে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা একলাফে ন’হাজারের গণ্ডি পেরিয়ে গেল। সোমবার সকাল ৮টা অবধি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০৮।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, একদিনে গোটা দেশে নতুন ৭৯৬ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তের মোট সংখ্যা এদিনের হিসেবে ৯ হাজার ১৫২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ হাতার ৯৮৭। তবে সংক্রমণ সারিয়ে সুস্থও হয়েছেন ৮৫৭ জন।

আরও পড়ুন: দরিদ্র মানুষকে সাহায্য করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট, নিষিদ্ধ হল রাজস্থানে

সবচেয়ে উদ্বেগজনক ছবি ধরা পড়েছে মহারাষ্ট্র, দিল্লি এবং তামিলনাড়ুতে। এর মধ্যে মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল আগেই। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখন ২ হাজারের সামান্য কম। এ বার সংক্রমণের সংখ্যা হাজার ছুঁয়েছে তামিলনাড়ুতেও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৫২। অবশ্য নবান্ন জানিয়েছে, এ রাজ্যে ‘অ্যাক্টিভ’ করোনা আক্রান্তের সংখ্যা ৯৫। মৃত্যু হয়েছে ৭ জনের।

আরও পড়ুন: লকডাউনেও মিলবে ছাড়! লাল-কমলা-সবুজ জোনে দেশকে ভাগ করছে কেন্দ্র

গোটা দেশের নিরিখে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ইতিমধ্যেই ১ হাজার ৯৮৫ জনের সংক্রমণ ধরা পড়েছে ওই রাজ্যে। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে সংক্রমিত ১ হাজার ১৫৪ জন। তামিলনাড়ুতে করোনা ধরা পড়েছে ১ হাজার ৪৩ জনের। দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা বাড়লেও করোনায় বিরুদ্ধে লড়াইয়ে জয়ও পেয়েছেন বহু মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব বলছে, ৮৫৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

আক্রান্তের সংখ্যার দিক থেকে মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ুর পরেই রয়েছে রাজস্থান। সেখানে ৮০৪ জনের করোনা ধরা পড়েছে। মরুরাজ্যের পরিস্থিতি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে তেলঙ্গানা (৫০৪), উত্তরপ্রদেশ (৪৮৩), অন্ধ্রপ্রদেশ (৪২৭)-এর ছবিও উদ্বেগ তৈরি করেছে।

আরও পড়ুন: মুম্বইয়ে আক্রান্ত ৩ সাংবাদিক, তাজ হোটেলের ৬ কর্মীরও করোনা পজিটিভ!

কেরল (৩৭৬)-এর পরিস্থিতি প্রাথমিক ভাবে কিছুটা উদ্বেগ তৈরি করলেও, এখন সেখানে সংক্রমণে অনেকটাই লাগাম টানা গিয়েছে। উত্তর-পূর্ব ভারতের মণিপুর ও মিজোরামেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। তবে অন্যান্য রাজ্যের তুলনায় সেখানকার ছবিটা অনেক ভাল।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে আরও ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল অর্থাৎ রবিবার সকালের বুলেটিনে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, তখনও পর্যন্ত বাংলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। সোমবার সকালের বুলেটিনে দেখা গেল তা বেড়ে দাঁড়িয়েছে ১৫২। একদিনের মধ্যে করোনা পজিটিভের সংখ্যার বৃদ্ধি বাংলায় এর আগে হয়নি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থও হয়ে উঠছেন বহু মানুষ। গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেছিলেন, দেশে কোভিড-১৯ পজিটিভ রোগীর ৮০ শতাংশেরই সংক্রমণ মৃদু, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাঁদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেশি। বাকি ২০ শতাংশের মধ্যে যাঁদের সংক্রমণ কিছুটা বেড়েছে তাঁদের কোভিড কেয়ার সেন্টারগুলিতে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। অতি সঙ্কটাপন্ন রোগীদের আইসিইউ-তে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

আরও পড়ুন: লকডাউন ভঙ্গকারীদের হামলায় হাত খোয়া গেল পুলিশের,আহত আরও ২

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest