তালি বাজিয়ে, আকাশে টর্চ মেরে সমস্যার সমাধান হবে না, টুইটে কটাক্ষ রাহুল গান্ধির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: অতিমারি করোনার দাপট রুখতে যা করা প্রয়োজন তা মোটেই করছে না সরকার৷ভারতে মোটেই পর্যাপ্ত করোনা টেস্ট হচ্ছে না, বলে অভিযোগ কংগ্রেসের প্রাক্তন অধ্যক্ষ রাহুল গান্ধির ৷ একইসঙ্গে ৯ এপ্রিল রাত ৯টায় প্রধানমন্ত্রীর মোমবাতি, টর্চ ও প্রদীপ জ্বালানোর ‘নতুন টাস্ক’কে কটাক্ষ করে রাহুল বলেন, হাততালি দিয়ে আর টর্চ জ্বালিয়ে মোটেও করোনার সমাধান হবে না ৷

আরও পড়ুন: বেতাজ বাদশা! কোয়ারেন্টাইন সেন্টার গড়তে নিজেদের ৪ তলা অফিস দিয়ে দিলেন শাহরুখ

শুক্রবার প্রধানমন্ত্রী একটি ভিডিও বার্তার সাহায্যে আগামী রবিবার দেশবাসীকে সমস্ত বৈদ্যুতিক আলো নিভিয়ে রাত ৯টায় ৯ মিনিট ধরে প্রদীপ, মোমবাতি, টর্চ জ্বালানোর অনুরোধ করেন। এতে দেশবাসীর আত্মশক্তি জাগ্রত হবে বলেই পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশজোড়া লকডাউনে প্রতিটি মানুষ যে মানবিকভাবে একে অপরের সঙ্গী তা প্রমাণ হবে। মোদির পরামর্শ এতে দেশের মানুষ মনের অন্ধকার কাটিয়ে তারা আলোর দিশারি হয়ে উঠবেন। তবে শুধুমাত্র কংগ্রেস নেতা রাহুল গান্ধী নন, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা দেখে অধিকাংশ বিরোধী দলনেতা-সহ প্রচুর মানুষই এর কটাক্ষ করেন। সোশ্যাল মিডিয়াগুলি ভরে যায় মিম ও সমালোচনায়।

আরও পড়ুন: ‘দিন মজুর, যৌনকর্মীরা কীভাবে জ্বালবেন আলো?’ প্রধানমন্ত্রীর আর্জির পরিপেক্ষিতে প্রশ্ন স্বস্তিকার

রাহুল গান্ধীর প্রকাশ করা একটি তালিকা দেখিয়ে দাবি করেন, যেখানে পাকিস্তানে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে ৬৭ জনের পরীক্ষা করা হচ্ছে। সেখানে দেশের প্রতি এক লক্ষ মানুষের মধ্যে মাত্র ২৯ জনের করোনা পরীক্ষা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়াতে প্রতি লক্ষের মধ্যে ৭ হাজার ৬২২ জনের পরীক্ষা করা হচ্ছে। “তবে ভারতে কেন এত কম মানুষের মধ্যে করোনা পরীক্ষা করা হচ্ছে? কারণ প্রধানমন্ত্রী এই বিষয়ে গুরুত্বই দিচ্ছেন না।” টুইটে দাবি করেন কংগ্রেস নেতা। তবে এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে প্রধানমন্ত্রী পিএম কেয়ার নামে ফান্ডে দেশের সকলকে অনুদান করতে বলেন।

আরও পড়ুন: মায়ের শ্রাদ্ধে নিমন্ত্রণ করেছিলেন ১৫০০ জনকে, তারপরেই করোনা মিলল প্রবাসীর শরীরে

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest