21daysLockdown: ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী গোটা দেশে লকডাউন ঘোষণার পর রেল মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। আগে ৩১ মার্চ পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে বলে জানিয়েছিল কেন্দ্র। কিন্তু লকডাউন ঘোষণার পর জানানো হয়েছে, ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেনের চাকা।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: করোনা ত্রাসে ১ বছরের জন্য পিছিয়ে গেল ‘গ্রেটেস্ট শো অন আর্থ’

তবে মালগাড়ি নিয়ম মেনে চলবে বলে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিস পরিবহনের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্র। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে রাত ১২টা থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১ দিন চলবে এই লকডাউন। এই সময় জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবা বাদ দিয়ে বন্ধ থাকবে সব কিছু।

আরও পড়ুন: মিরাকেল! করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সুস্থ হয়ে উঠলেন ৯৫ বছরের বৃদ্ধা

মোদী জানিয়েছেন, দেশ ও সমাজকে রক্ষা করতে এই সিদ্ধান্ত গ্রহণ অনিবার্য ছিল। তবে সোমবার বিকেল থেকেই পশ্চিমবঙ্গের সমস্ত শহরে চালু হয়েছে লকডাউন। মঙ্গলবার বিকেল থেকে তার আওতায় এসেছে রাজ্যের অন্যান্য অংশও। ইতিমধ্যে লকডাউন চালু হয়েছে, পঞ্জাব, মহারাষ্ট্র, দিল্লি ওড়িশা-সহ দেশের অধিকাংশ রাজ্যে।

Gmail 6

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest