লকডাউনে আয় বন্ধ, পাঁচ সন্তানকে নিয়ে গঙ্গায় ঝাঁপ মহিলার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আগ্রা: করোনায় মৃত্যু মিছিল ঠেকাতে ভরসা লকডাউন। এদিকে ২১ দিনের লকডাউনের জেরে কাজ হারিয়েছেন বহু ঠিকা শ্রমিক। হাতে টাকা নেই। সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছেন না অনেকেই। আর সেই অপারগতার পরিণতি কতটা মর্মান্তিক হতে পারে, তার সাক্ষী থাকল যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। ক্ষুধার্ত সন্তানদের কান্না সহ্য করতে না পরে পাঁচ ছেলেমেয়েকে গঙ্গায় ‘বিসর্জন’ দিলেন মা। এই ঘটনা সামনে আসতেই স্তম্ভিত দেশবাসী।

আরও পড়ুন: HDFC’র শেয়ার কিনল চিন, উদ্বেগ প্রকাশ রাহুল গান্ধীর

পুলিস সূত্রে খবর রবিবার সকালে জেহাঙ্গিরাবাদে গঙ্গার ঘাটে ৫ সন্তানকে নিয়ে আসেন ওই মহিলা। তারপর তাদের ঠেলে ফেলে দেন গঙ্গার জলে। এর পর নিজেও ঝাঁপ দেন। লকডাউনের কারণে সেই সময়ে ঘাটে বেশি লোকজন না থাকায় উদ্ধারের আগেই তলিয়ে যায় ৫ শিশু। কয়েকজন প্রত্যক্ষদর্শী তাঁকে উদ্ধার করেন। তারাই স্থানীয় পুলিসকর্মীদের খবর দেন। পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। এখনও পর্যন্ত ৫ শিশুর কোনও হদিশ মেলেনি। গঙ্গায় ডুবুরি নামিয়ে খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিস। এদিকে গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। গঙ্গার পারে জড়ো হয়ে যায় স্থানীয়রা। পরে পুলিস সেই ভিড় নিয়ন্ত্রণ করে। 

আরও পড়ুন: পাশ দিয়ে যাচ্ছে করোনা সংক্রমিত ব্যক্তি? জানিয়ে দেবে এই মোবাইল অ্যাপ!

পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, ঠিকা শ্রমিকের কাজ করতেন তিনি। লকডাউনের বাজারে কাজ হারিয়েছেন। ঘরে যা ছিল সব শেষ হয়ে গিয়েছেষ ফলে গত কয়েকদিন ধরে খিদের জ্বালায় কাঁদতে থাকা সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারেননি। এ নিয়ে তাঁর স্বামীর সঙ্গেও বচসা হয়। প্রশাসনিক সূত্রে খবর, ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন: আগামীকাল সকাল ১০টায় জাতির উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী

পুলিস সূত্রে খবর, মহিলার কথাবার্তায় অনেক অসংলগ্নতা রয়েছে। মহিলা মানসিক ভারসাম্যহীন কিনা যাচাই করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ওই ৫ শিশুকে উদ্ধারের বিষয়ে জোর দিচ্ছে পুলিস। 

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest