পাশ দিয়ে যাচ্ছে করোনা সংক্রমিত ব্যক্তি? জানিয়ে দেবে এই মোবাইল অ্যাপ!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: দেশবাসীকে করোনামুক্ত রাখতে একটি নয়া অ্যাপ চালু করেছে কেন্দ্রীয়।‘আরোগ্য সেতু’ নামে এই অ্যাপ আপনার ফোনে ইন্সটল করা থাকলে আপনার কাছাকাছি কোনও করোনা আক্রান্ত এলে নোটিফিকেশন পেয়ে যাবেন। লোকেশন ও ব্লুটুথ, এই দুটি ব্যবহার করে এই তথ্য জানাবে কেন্দ্রীয় সরকার।Google Play Store ও Apple Store- এ মিলছে ‘আরোগ্য সেতু’ অ্যাপ।

কীভাবে ব্যবহার করবেন ‘আরোগ্য সেতু’ অ্যাপ-

১. প্রথমে ডাউনলোড করুন অ্যাপটি ।

আরও পড়ুন: আগামীকাল সকাল ১০টায় জাতির উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী

২. কোন ভাষায় ব্যবহার করতে চান, সেটি অ্যাপটি খুলে সিলেক্ট করুন।

৩. সব তথ্য পড়ে ঠিক মনে হলে অ্যাপটিকে পারমিশন দিয়ে দিন যেগুলি চাইছে।

৪. লোকেশনটি ‘Always’ অপ্ট করুন ও ব্লুটুথটি সুইচ অন করুন।

৫. ফোন নম্বরটি দিন ও ওটিপি ভরুন।

আরও পড়ুন: সন্তান জন্মের পরই করোনায় আক্রান্ত মা,বন্ধ হতে পারে মেডিক্যালের ইডেন বিল্ডিং

৬. আপনাকে ব্যক্তিগত কিছু তথ্য ভরতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গত ৩০ দিনে আপনি বিদেশে গিয়েছিলেন কিনা। একই সঙ্গে কুড়ি সেকেন্ডের একটি সেল্ফ অ্যাসেসমেন্ট টেস্ট নিতে হবে।

৭. এরপর কী কী সাবধানতা অবলম্বন করতে হবে অ্যাপের তরফ থেকে জানান হবে। একই সঙ্গে PM CARES অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে যেখানে আপনি ডোনেশন দিতে পারেন।

আপনি যদি হাই রিস্ক বা হাই রিস্ক এরিয়ায় থাকেন, তখনই জানাবে অ্যাপটি। একই সঙ্গে ১০৭৫ টোল ফ্রি নম্বরে ফোন করে নিকটবর্তী টেস্টিং সেন্টারে পরীক্ষার জন্য যেতে বলবে এটি। ইতিমধ্যে এক কোটির ওপর ডাউনলোড হয়েছে আরোগ্য সেতু অ্যাপ। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে যত বেশি মানুষ ব্যবহার করবেন, তত ভালো ভাবে তথ্য দিতে পারবে আরোগ্য সেতু। এই অ্যাপটির প্রশংসা করেছে বিশ্বব্যাঙ্কও।

আরও পড়ুন: জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি নুসরত জাহানের বাবা, আজই করোনা টেস্টের জন্য লালারস সংগ্রহ

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest