সুইস শৃঙ্গের চূড়ায় আলোকিত তেরঙা, ঐক্যবদ্ধ করোনা যুদ্ধের ডাক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: ভারতের পাশে সুইজারল্যান্ড। হিমালয়—আল্পসের বন্ধুত্ব! বিশ্বের সামনে এখন শত্রু তো একটাই। করোনাভাইরাস। এমন পরিস্থিতে বিশ্বকে এক হয়ে লড়াই করার ডাক দিয়ে অভিনব উদ্যোগ নিল সুইজারল্যান্ড। আল্পস পর্বতের ম্যাটারহর্ন শৃঙ্গে আলোকিত করা হল ভারতীয় পতাকা। 

মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাও আলোকিত হল এই পর্বতের শৃঙ্গে। অভূতপূর্ব এক দৃশ্যের সাক্ষী থাকল বিশ্ববাসী। সুইৎজারল্যন্ড এবং ইতালির সীমান্তে ম্যাটারহর্ন শৃঙ্গের চূড়ায় এই আলোর প্রদর্শনীর আয়োজন করেছিলেন শিল্পী জেরি হফসটেটার। ওয়েবক্যাম—এর মাধ্যমে এই অসাধারণ দৃশ্য বিশ্ববাসীকে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। জেনেভাতে ভারতীয় দূতাবাসের অফিসার গুরলিন কউর সেই ছবি টুইটারে শেয়ার করেন। সুইস দূতাবাসের পক্ষ থেকেও এই অসাধারণ দৃশ্য শেয়ার করা হয়েছিল। ভারত, আমেরিকা ছাড়া আরও বেশ কয়েকটি দেশের জাতীয় পতাকা আলোকিত করা হয় আল্পস পর্বতের ম্যাটারহর্ন শৃঙ্গের চূড়ায়। রাতের অন্ধকারে সেই দৃশ্য মনোরম বললেও হয়তো কম বলা হবে।

আরও পড়ুন:  চিনের মতো করোনা মৃত্যুর সঠিক তথ্য দিচ্ছে না অনেক দেশই,ইঙ্গিত WHO-র

এই মুহূর্তে এটাই সবথেকে জরুরী। অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়তে গিয়ে বিশ্ব যেন অস্থির হয়ে না ওঠে। কার দোষে এমন পরিস্থিতি সেই চুলচেরা বিশ্লেষণের সময় ইটা নয়। যাদের কাছে যা মনস্তাত্ত্বিক সম্পদ আছে তা আজ বের করে আনার সময় হয়েছে। সকলে মিলে ভ্যাকসিন তৈরির উদ্যোগ নিতে হবে। পেটেন্টের ভাবনা মাথায় রাখার সময় এটা নয়। এটা লাভ-ক্ষতি পরিমাপের সময় নয়।

কে বা করা এই অসুখ ছড়ানোর জন্য দায়ী তা নিয়ে দেশের ভিতরে বা বাইরে একটা নোংরা খেলা চলছে এই লক ডাউনেও। তা থেকে মুক্ত না হলে মানবতার বিপদ আটকানো যাবে না। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা। গবেষকরা বলেছেন, টিকা আবিষ্কার ছাড়া নিস্তার নেই। লকডাউনে সাময়িক স্বস্তি মিলতে পারে। সংক্রমণ রোধ করা যেতে পারে। তবে লড়তে পারলে আশার আলো দেখা যাবে ঠিকই । এই বার্তা দিতেই এমন প্রদর্শনীর আয়োজন করেছিল সুইজারল্যান্ড। গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়ে গেল এই প্রদর্শনী।

আরও পড়ুন:  সুস্থতার পথে ভারত! সংক্রমণের গ্রাফ নিচের দিকে, জানাল স্বাস্থ্যমন্ত্রক

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest