আমি ভারতের মানুষের কতটা প্রিয় তা হিমাচলের রাস্তায় জেনে ছিলাম, স্মৃতিচারণ ‘Rose’-এর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: টাইটানিক। ১৯৯৭ সালে জেমস ক্যামেরন পরিচালিত এই ছবি নতুন করে প্রেমের সংজ্ঞা লিখেছিল। রোজ-এর চরিত্রে কেট উইনসলেট এবং জ্যাক-এর চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও আজও সমান ভাবে দর্শকের মনে দাগ কেটে রেখেছেন। ১১টি অস্কার জয়ী এই ছবি হলিউডের আইকনিক ছবিগুলির অন্যতম সেরা।

সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে ভারত ও রোজ নিয়ে মনের কথা শেয়ার করেছেন কেট। হলিউডের জনপ্রিয় নায়িকা জানিয়েছেন, ভারতে গিয়ে এমন অভিজ্ঞতা হবে তা ভাবতেই পারেননি তিনি।

আরও পড়ুন: ছোট পোশাক পরে নিউ ইয়র্কের রাস্তায়! ইনস্টাতে কুৎসিত আক্রমন ত্রিশলা দত্তকে

কেটের কথায়, ‘দু বছর আগে আমি ভারতে গিয়েছিলাম। হিমাচল প্রদেশের এক পাহাড়ে আমি একাই গিয়েছিলাম একটি ব্যাকপ্যাক নিয়ে। এক প্রবীণ লোক আমার পেছনে পেছনে আসছিলেন হাতে লাঠি নিয়ে। এক চোখ অন্ধ। বয়স ৮৫ হবে। তিনি আমার দিকে তাকান এবং বলেন, তুমি- টাইটানিক? উত্তরে আমি বলি হুম। তিনি নিজের বুকে হাত রেখে বলেন, ধন্যবাদ। আমার চোখ জলে ভরে উঠেছিল। আমি বুঝতে পারি টাইটানিক সিনেমাটি মানুষের কতটা প্রিয়।’

Master

রোজ চরিত্রের জন্যই যে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন কেট, তা তিনি নিজেই স্বীকার করেছেন। ছবিতে তাঁর রূপ, গ্ল্যামার, পোশাক, অভিনয় আলোড়ন ফেলে দিয়েছিল।

আরও পড়ুন: লকডাউনের জের,ভাঙা হল ৬ কোটি টাকা দিয়ে তৈরি গাঙ্গুবাঈ-এর সেট

Gmail 3
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest