মায়ের শ্রাদ্ধে নিমন্ত্রণ করেছিলেন ১৫০০ জনকে, তারপরেই করোনা মিলল প্রবাসীর শরীরে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মোরেনা: করোনা মহামারীর মধ্যেই দুবাই থেকে ফিরেছেন তাঁরা। ফিরে ধুমধাম করে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন। এবং বিধি ভেঙে সেখানে আমন্ত্রিতের সংখ্যা প্রায় দেড় হাজার। এখন সেই ব্যক্তির শরীরেই মিলল করোনা সংক্রমণ ! খবর পাওয়ামাত্র অনুষ্ঠান বন্ধ করে দেয় প্রশাসন। সিল করে দেয় এলাকা। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়েই গেছে। মধ্যপ্রদেশের মোরেনা জেলার এই ঘটনা প্রকাশ্যে আসতেই, স্তব্ধ, ব্যথিত গোটা মহল্লা, দেশ।

আরও পড়ুন: করোনা আতঙ্কের মধ্যে এপ্রিলেই দেখা যাবে ২০২০ সালের বৃহত্তম গোলাপি চাঁদ! জেনে নিন লাইভ দেখবেন কীভাবে?

মধ্যপ্রদেশের মোরেনা থেকে দুবাইতে চাকরি করতে গিয়েছিলেন সুরেশ নামে এক ব্যক্তি। সেখানে তিনি ওয়েটারের কাজ করতেন। ১৭ মার্চ তিনি বাড়ি ফেরেন। ২০ মার্চ তাঁর মায়ের শ্রাদ্ধে নিমন্ত্রিত হয়ে আসেন দেড় হাজার মানুষ। ২৫ মার্চ সুরেশের দেহে করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পায়। তার চারদিন বাদে তিনি হাসপাতালে যান। করোনা টেস্টে মেলে পজিটিভ। গত বৃহস্পতিবার তাঁর স্ত্রী ও ছেলের দেহেও করোনা পজিটিভ মিলেছে। তাদের রাখা হয়েছে কোয়ারান্টাইনে।

আরও পড়ুন: করোনার জেরে স্থগিত ভারতে অনুষ্ঠিত হতে চলা FIFA অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ

সুরেশের মায়ের শ্রাদ্ধে যেখানে লোক খাওয়ানো হয়েছিল, সেই এলাকাটি কোভিড হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে সেই এলাকা। সুরেশের ২৩ জন আত্মীয়ের করোনাভাইরাস টেস্ট করা হয়েছিল। তাঁদের মধ্যে ১০ জনের শরীরে পজিটিভ মিলেছে। মোরেনার চিফ মেডিকেল অফিসার আর সি বান্দিল জানান, ভারতে আসার আগে দুবাইয়েই সুরেশের করোনা টেস্ট হয়েছিল। তখন তার শরীরে ওই রোগের লক্ষণ ধরা পড়েনি। মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ১৫৪ জন কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: ‘ধন্যবাদ নয়, আপনি শুধু হুকুম করুন’, কেজরিওয়ালের কৃতজ্ঞতায় আপ্লুত কিং খান

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest