ধোনি কিংবদন্তি, ওঁকে অবসর নিতে বাধ্য না করার অনুরোধ নাসের হুসেনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটার প্রজন্মে একজনই দেখা যায়। সুতরাং তড়িঘড়ি এমন কিংবদন্তিকে অবসর নিতে বাধ্য করা উচিত নয়। জোড়া বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের অবসর প্রসঙ্গে ঠিক এভাবেই সতর্ক করলেন প্রাক্তন ইংল্যান্ড দলনায়ক নাসের হুসেন।

আরও পড়ুন: জেনারেল ওয়ার্ডে করোনা রোগী! সংক্রমণের শঙ্কায় বন্ধ হল RG KAR-এর ২ বিভাগ

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে শেষ বার খেলেছিলেন ধোনি। তার পরে তাঁর মাঠে ফেরা নিয়ে চলছে নিরন্তর জল্পনা। সব ঠিকঠাক থাকলে আইপিএল-এই হয়তো ফিরতেন ধোনি।  ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে এমনই সব জল্পনা চলছে দেশের ক্রিকেটমহলে। কিন্তু করোনাভাইরাসের জেরে এখন মেগা টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই উঠে গিয়েছে প্রশ্ন। নাসের হুসেন বলছেন, ‘এই মুহূর্তে শুধু একটা বিষয়ই বিবেচ্য হওয়া উচিত। ধোনি কি ভারতীয় দলের জায়গা করে নেওয়ার যোগ্য এখনও। ব্যক্তিগতভাবে আমার মনে হয় ও এখনও ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিতে পারে। দু-একটা ক্ষেত্রে ব্যর্থ হওয়া মানে এই নয় যে, ও ফুরিয়ে গিয়েছে।’

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন অবশ্য ভারতের বিশ্বজয়ী অধিনায়কের পাশে দাঁড়িয়ে বলছেন, ‘‘ধোনি যদি অবসরই নিয়ে ফেলে, তা হলে তো ওকে আর ফেরানো সম্ভবই নয়। ধোনিকে দ্রুত অবসরের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। কী মানসিক অবস্থায় রয়েছে, তা একমাত্র জানে ধোনিই। তবে দলে নেওয়া বা না-নেওয়া তো পুরোটাই নির্বাচকদের ব্যাপার।’’

আরও পড়ুন: মৃত্যুপুরী নিউইয়র্ক: করোনায় মৃতদের গণকবরে থরে থরে কফিন

গত বিশ্বকাপে ধোনিকে নিয়ে কম সমালোচনা হয়নি। প্রয়োজনের সময়ে রানের গতি বাড়াতে পারেননি তিনি। হুসেনও ধোনির দুর্বলতা প্রসঙ্গে বলেছেন, ‘‘বিশ্বকাপে একবার-দু’বার ভুলই করেছে ধোনি। রান তাড়া করতে নেমে গতি বাড়াতে পারেনি এমএস। তবে এখনও সেরাটা দেওয়ার ক্ষমতা রয়েছে ধোনির। ফলে যাঁরা ধোনির অবসর নিয়ে নানা কথা বলছেন, তাঁরা সতর্ক থাকুন।’’   

আইসিসি বিশ্বকাপের পর থেকে ধোনি আর মাঠে নামেননি। তবে তিনি অবসর নেওয়ার কথাও এখনও পর্যন্ত জানাননি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছিলেন মাহি। তবে করোনা মহামারীর জেরে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় কাম ব্যাক করা সম্ভব হয়নি তাঁর পক্ষে।

নিতান্তই যদি আইপিএল বাতিল হয়, তবে ধোনির জাতীয় দলে ফেরা কঠিন হযে দাঁড়াবে। ভারতীয় কোচ রবি শাস্ত্রী কিছুদিন আগেই জানিয়েছেন যে, টি-২০ বিশ্বকাপের দলে ঢুকতে হলে আইপিএলের পারফরম্যান্সই হবে ধোনির মাপকাঠি।

আরও পড়ুন: ঘোষণা শুধু সময়ের অপেক্ষা! আরও অন্তত ২ সপ্তাহ লকডাউন চলবে-সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest