‘ঘরে থাকুন’, করোনা সতর্কবার্তা এবার আকাশে লিখে দিলেন পাইলট!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সিডনি: করোনাভাইরাস মহামারির প্রকোপ কমিয়ে আনতে যারপরনাই চেষ্টা চালাচ্ছে গোটা বিশ্ব। এর মধ্যে একজন পাইলট অস্ট্রিয়ার আকাশপথে থাকাকালে ডিজিটাল পন্থায় লোকজনকে ঘরের বাইরে বের না হওয়ার বার্তা ছড়িয়ে দিলেন।

আরও পড়ুন: করোনা আতঙ্কের মধ্যেই কাবুলের গুরুদ্বারে বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ২৭

বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে চলছে লকডাউন। পরামর্শ দেওয়া হচ্ছে, ঘরের বাইরে না বেরতে। সেই বার্তাই এ বার ফুটে উঠল অস্ট্রেলিয়ার ম্যাপের উপর। রিয়েল টাইম এয়ার ট্র্যাফিকার ‘ফ্লাইট রাডার’ একটি ছবি টুইট করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ম্যাপের উপর হলুদ-সবুজ রেখায় ফুটে উঠেছে, ‘স্টে হোম’।সোমবার অস্ট্রেলিয়ার উইনার নিউস্টাড বিমানবন্দর থেকে বিমান নিয়ে ওড়েন এক পাইলট। ২৪ মিনিটে তিনি যে পথে এগিয়েছেন, তার ফলে ফুটে উঠেছে এই বার্তা।

আরও পড়ুন: করোনা আতঙ্কের মধ্যেই ২৫ মাস পর কারামুক্তি খালেদা জিয়ার

ছবিটি পোস্ট হতেই অনেক নেটাগরিক এমন কাজের প্রশংসা করেছেন। কিন্তু কেউ কেউ আবার জানতে চেয়েছেন, এতে কী লাভ হবে। এক নেটাগরিক যেমন লিখেছেন এটা তো মোবাইল স্ক্রিনেই আঙুল চালিয়ে করা সম্ভব, এর জন্য গ্যাস পুড়িয়ে বিমান ওড়ানোর কী দরকার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest