Ramzan 2020: হোয়্যাটসঅ্যাপ স্টিকারের মাধ্যমে পাঠান শুভেচ্ছা বার্তা, জেনে নিন পদ্ধতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ইসলাম ধর্মাবলম্বিদের পবিত্র মাস -রমজান। সেই কারণে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে স্টিকারের মাধ্যমে শুভেচ্ছা পাঠানোর ব্যবস্থা। প্রায় সব রকম অনুষ্ঠানের জন্যই স্টিকার রয়েছে। রমজান উপলক্ষেও রয়েছে হোয়াটসঅ্যাপে স্টিকার। দেখে নেওয়া যাক কী ভাবে এগুলি ডাউনলোড আর ইনস্টল করা যাবে।

আরও পড়ুন:  World Book Day: স্মার্টফোনে নয়, এই গ্রাম আজও বুঁদ বইয়ের মায়াজালে

কীভাবে হোয়্যাটস অ্যাপ স্টিকার ডাউনলোড করবেন?

১) হোয়্যাটসঅ্যাপ খুলুন।

২) যে কোনও চ্যাটের মধ্যে যান।

৩) টেক্সট টাইপিং বারে ইমোজি আইকনে ক্লিক করুন। তারপর ‘Recently Used’ ইমোজি সেকশন খুলে যাবে।

৪) সেই সেকশনের একদম নীচের দিকে Sticker আইকনে ক্লিক করুন। ইমোজি ও GIF আইকনের মধ্যে দেখতে পাবেন।

ramadan 1

৫) তারপর ডানদিকে (+) আইকনে ক্লিক করুন। এবার স্টিকার প্যাক সেকশন খুলে যাবে।

৬) তারপর স্ক্রল করে নীচে যান। সেখানে ‘Get More Stickers’-এ ট্যাপ করুন।

৭) ট্যাপ করার পরে গুগল প্লে স্টোরে হোয়্যাটসঅ্যাপ স্টিকার পেজ খুলবে। সেখানে সার্চ বারে ‘Ramadan WhatsApp Stickers’ লিখে রমজানের স্টিকার খুঁজুন।

৮) সেখান থেকে আপনি স্টিকার প্যাক ডাউনলোড করতে পারবেন। ‘Recently used’, ‘Favourite stickers’ ও ‘Theme-wise stickers’-র সঙ্গে রমজানের স্টিকার দেখাবে। তা নিজের প্রিয়জনকে পাঠান।

আরও পড়ুন:  লকডাউনে কমেছে দূষণ, তিন দশক পরে কলকাতার ঘাটে ডলফিন

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest