করোনার জেরে হাঁড়ির হাল! বন্ধ নতুন নিয়োগ, নির্দেশিকা জারি করে জানাল নবান্ন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: রাজ্যের হাঁড়ির হাল যে খারাপ তা আগেই বহু বার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মড়ার ওপর খাঁড়ার ঘা দিয়েছে করোনার লকডাউন। চরম টানাটানির মধ্যে কেন্দ্রের কাছে ২৫,০০০ কোটি টাকা বকেয়া মেটানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কোনও সাড়া মেলেনি। পরিস্থিতি মোকাবিলায় তাই ব্যাপক কাটছাঁটের ঘোষণা করল নবান্ন। জানানো হয়েছে, আপাতত বন্ধ নতুন নিয়োগ। শুরু করা যাবে না নতুন প্রকল্প। তবে আপাতত হাত পড়ছে না কর্মচারী ও পেনশভোগীদের প্রাপ্যে।

আরও পড়ুন: বাঙালি লাস্যময়ী কন্যা ঋতাভরী! দেখুন সুন্দরীর বাছাই ছবি…

করোনার জন্য খরচে লাগাম দিতে ৫ দফা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।  সেগুলি হল- ১/ নতুন নিয়োগ বন্ধ, ২/নতুন প্রকল্প নয়, ৩/গাড়ি-কম্পিউটার-ফার্নিচার কেনা যাবে না, ৪/গাড়ি ভাড়া করা যাবে না, ৫/ GPF থেকে শুধুমাত্র শিক্ষা, চিকিৎসা ও বিবাহ খাতে টাকা তোলা যাবে।তবে বেতন, পেনশন, কন্যাশ্রী সহ অন্যান্য প্রকল্পের খাতে খরচ বন্ধ হবে না বলেও স্পষ্ট জানিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন: এটা রাজনীতি করার সময় নয়, মোমবাতি জ্বালানোর প্রসঙ্গ এড়িয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

আগামী ৩০ জুন পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে নবান্নর তরফে জানানো হয়েছে। স্বাস্থ্য দফতরের অনুরোধেই এই বিধিনিষেধ বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতরকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে।

আরও পড়ুন: করোনা সংক্রমণের জন্য সংখ্যালঘুদের দোষারোপ করা উচিত নয়, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ মার্কিন রাষ্ট্রদূতের

Gmail

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest