স্নাতক হলেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, দেখুন আবেদনের ডিরেক্ট লিঙ্ক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: বিভিন্ন বিভাগের একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন। ক্লার্ক (গ্রেড-৩), ব্যাংক অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-৩), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড-বি), অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার কাম সুপারভাইজার (গ্রেড-৩), অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড সুপারভাইজার (গ্রেড-৩) এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-৩) পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থী আগামী ৩ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারেন।

আবেদন প্রক্রিয়া :

১) www.webcsc.org  ক্লিক করুন। Apply Now-তে ক্লিক করুন। ধাপে ধাপে ‘Proceed for Application’-এ ক্লিক করুন।

২) প্রয়োজনীয় সব তথ্য দিয়ে রেজিস্টার করুন।

৩) রেজিস্ট্রেশন আই ডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

৪) অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিন।

৫) সফলভাবে আবেদন জানানোর পর একটি Application Form ও Transaction ID জেনারেট হবে। তা প্রিন্ট আউট করে রাখুন।

আরও পড়ুন: Railways RITES recruitment 2020: শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতনক্রম ১ লক্ষ ৪০ হাজার টাকা

আবেদন ফি :

১) অসংরক্ষিত, অসংরক্ষিত (EC), অসংরক্ষিত (বিশেষভাবে সক্ষম) প্রার্থী – ২০০ টাকা।

২) OBC, OBC-A, OBC-B, OBC-A (EC), OBC-B (EC) প্রার্থী – ২০০ টাকা।

৩) SC, SC (EC) – ৪০ টাকা।

৪) ST, ST (EC) – ৪০ টাকা।

পাশাপাশি অনলাইনে ফি প্রদানের জন্য সার্ভিস চার্জ ও জিএসটি যোগ হবে। সার্ভিস চার্জ সবক্ষেত্রেই ১৫ টাকা। নির্দিষ্ট রেট অনুযায়ী জিএসটি ধার্য হবে।অনলাইন পরীক্ষা, কম্পিউটার সংক্রান্ত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest