Womens Day 2020: ছবিতে জয়গান নারীত্বের, শুভেচ্ছা পাঠান আপনার প্রিয়জনদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: প্রতিবছর আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে (International Women’s Day 2020) নতুন থিম রাখা হয়। এবছর নারী দিবসের থিম, “আমি সমলিঙ্গের প্রতীক: নারীর সমস্ত অধিকার নিয়ে জন্মেছি।” এর অর্থ, প্রতি নারীর উচিত তাঁদের অধিকার রক্ষা করা। লিঙ্গ সাম্যতা সম্পর্কে সমাজকে সচেতন করতেই এই দিনের সূচনা। সমাজের সব স্তরে নারীর সাফল্য ও জয়গান গাওয়ার দিন নারী দিবস। বছর আসে দিন যায়, নারীর ভাগ্য কতটা বদলায়? প্রতি বছর ৮ মার্চ বিশ্ব নারী দিবসের আগে এই প্রশ্ন চায়ের কাপে তুফান তোলে। দিন কেটে মাস ঘুরলেই যেই কে সেই অবস্থা। তবু এভাবেই একটি দিন অন্তত মনে করার, নারীরাও সব পারে…চাইলেই। আপনিও কি একথা জানাতে চান আপনার কাছের, দূরের, বিশ্বের সমস্ত নারীকে? তাহলে হাতিয়ার করুন এই শুভেচ্ছা বার্তা, ছবি।

নারীর হৃদয় হলো এমন একটা জায়গা , যেখানে গেলে সকল পুরুষ নিজেকে হারিয়ে ফেলে। – রেদোয়ান মাসুদ

 

12

 

 

 

মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয় ,আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না।  – তসলিমা নাসরিন

2

 

নারীর কাছ থেকে পুরুষের মত কাজ আশা করলে তাকে অবশ্যই সমান শিক্ষা দিতে হবে। – প্লেটো

বিশ্বে যা -কিছু মহান সৃষ্টি চির -কল্যাণকর অর্ধেক তার করিয়াছি নারী , অর্ধেক তার নর। বিশ্বে যা -কিছু এল পাপ -তাপ বেদনা আর অশ্রুবারি অর্ধেক তার জানিয়েছে নর ,অর্ধেক তার নারী। -কাজী নজরুল ইসলাম

15

 

 

নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝত যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে , সবচেয়ে বড় নির্যাতন হল – মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া। – তসলিমা নাসরিন

9

সব বড় মানুষেরাই তাঁদের সাফল্যর জন্য কোন অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন। – ও হেনরি

10

” নারী হচ্ছে টি – ব্যাগের মত। গরম জলে দেয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শাক্তিশালী।– এলিয়ানর রুজভেল্ট

13

তোমরা আমাকে শিক্ষিত মা দাও ,আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো। – নেপোলিয়ান বোনাপার্ট

womens day ecard

অসংখ্য কষ্ট ,যন্ত্রনা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক , একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। – হুমায়ন আহমেদ

1485444827 129 happy womens day quotes sms message saying images 2016

কোন কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারি , প্রেরণা দিয়াছে , শক্তি দিয়াছে বিজয় -লক্ক্ষ্মী নারী।– কাজী নজরুল ইসলাম

3

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest