নয়াদিল্লি: যত নির্বাচন এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক তরজা। পাকিস্তানকে আক্রমণ করে ভোটমুখী প্রচারে ব্যস্ত বিজেপি। রাহুল গান্ধী সম্প্রতি বলতে শুরু করেছেন মাসুদ আজহার মুক্তি পেয়েছিল এনডিএ সরকারের সৌজন্যে। সেদিন তাকে ছেড়ে না দিলে আজকে এই পরিণতি দেখতে হত না।
তবে এতদিন যা ছিল নিছকই রাজনৈতিক ভাষণ মঙ্গলবার তা বিশ্বাসযোগ্য করে তুলতে অজিত দোভালের পুরনো ইন্টারভিউ সামনে আনে কংগ্রেস। টুইট করেন দলের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা। যেখানে অজিত দোভাল মাসুদ আজহারকে ক্লিনচিট দিয়েছেন।সেই ইন্টারভিউয়ে অজিত দোভালকে এমনটাও বলতে শোনা গিয়েছে যে, আইডি বিস্ফোরণের মূল মাথা ছিল না মাসুদ আজহার। কারন সে আইডি বিস্ফোরণ ঘটাতে জানেনা। কান্দাহার ঘটনার পর মাসুদ আজহারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক বলে ওই ইন্টারভিউয়ে দাবি করেছেন দোভাল। ওই ইন্টারভিউয়ে অজিত দোভাল দাবি করেছেন মাসুদ আজহারকে মুক্তি দেওয়ার পর কাশ্মীর পর্যটন ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে তাঁকে একথাও বলতে শোনা যায় যে, সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ইউপিএ সরকার।
Modi Govt’s NSA, Ajit Doval ’spills the beans’ & indicts BJP Govt in release of terrorist, Masood Azhar (https://t.co/XgtDuCZAdF)-
Doval said, ‘Releasing Masood Azhar was a political decision’.
Will PM Modi, @rsprasad admit to the anti-national act now?#BJPLovesTerrorists
1/n pic.twitter.com/xnWFdh4rCt— Randeep Singh Surjewala (@rssurjewala) March 12, 2019
পুলওয়ামা হামলা ঠিক পরেই অনেকেই মনে করেছিলেন এই ঘটনার দেশবাসীর সমবেদনা পেয়ে যাবে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুংকার দিয়ে বলেছিলেন, এর জবাব যে ভাষাতে সেনা চায় সেই ভাষাতেই দিতে পারে। এরপর অতর্কিতে পাকিস্তানে অসামরিক বিমান হামলা চালায় ভারত। পুরো ফুটেজ টেনে নেওয়ার চেষ্টা করে বিজেপি। প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার নিজস্ব ঢঙে গোটা বিষয়টি নিয়ে রাজনীতির খেলায় নেমে পড়েন। যদিও কয়েকদিন কাটতেই আম আদমি জঙ্গী হত্যা ও জঙ্গিদের ঘাঁটি ওড়ানো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে।
সামনে ভোট থাকার কারণে বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কংগ্রেস। বিরোধী দলগুলিও বিজেপির বিরুদ্ধে রাগে ফুঁসছে। এই মুহূর্তে ভোট হলে বিজেপির পক্ষে খুব একটা সুখকর হবে না এমনটাই বলছে সমীক্ষা। তাদের দাবি, এবার সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আঞ্চলিক দলগুলি। যারা ইতিমধ্যেই বিজেপিকে হঠাতে জোট বদ্ধ হচ্ছে।
নিজের পায়ের তলার মাটি শক্ত করতে মঙ্গলবার ময়দানে নেমেছে কংগ্রেস।এর আগে দোভালকে নিয়ে আক্রমণ শানিয়েছিলেন খোদ কংগ্রেস সভাপতি। মাসুদ আজহারকে ছাড়ার সময় উপস্থিত রয়েছেন দোভাল, এরকম একটি ছবি দিয়ে বিজেপিকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করেছিলেন তিনি।
PM Modi please tell the families of our 40 CRPF Shaheeds, who released their murderer, Masood Azhar?
Also tell them that your current NSA was the deal maker, who went to Kandahar to hand the murderer back to Pakistan. pic.twitter.com/hGPmCFJrJC
— Rahul Gandhi (@RahulGandhi) March 10, 2019
রাফাল দুর্নীতির অভিযোগের পর দোভালের ইন্টারভিউ দিয়ে কংগ্রেস আসলে বিজেপির সিমপ্যাথি ভোট ও নয়া জাতীয়তাবাদী মতান্তরে নয়া হিন্দুত্ববাদী ভোট কাটতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।