অমেঠীতে ছাপ্পা ভোটের ভিডিও ভুয়ো, স্মৃতির অভিযোগ উড়িয়ে জবাব কমিশনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#অমেঠী: বিজেপি আগেই অভিযোগ করেছিল, অমেঠীতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ভোটের দিন স্মৃতি অভিযোগ করলেন, রাহুলকে জেতাতে বুথ দখলে নেমেছে কংগ্রেস। তিনি টুইট করে নির্বাচন কমিশনে বুথ দখলের অভিযোগ করেছেন। তবে সেই অভিযোগের ভিত্তি নেই৷ মঙ্গলবার জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক কেন্দ্রীয় মন্ত্রীর জমা দেওয়া ছাপ্পা ভোটের প্রমাণ ভিডিওটিকে ভুয়ো বলে জানিয়ে দিয়েছেন৷

অমেঠীর এক বিজেপি কর্মী এদিন সকালে এক বৃদ্ধার বক্তব্য ভিডিও-য় তুলে টুইট করেন। তাতে দেখা যায়, তিনি বলছেন, আমি বিজেপির হয়ে ভোটযন্ত্রে বোতাম টিপতে চেয়েছিলাম। কিন্তু আমাকে কংগ্রেসের হয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে। আমাকে হাত ধরে পাঞ্জা ছাপের পাশের বোতাম টিপতে বাধ্য করেছে। স্মৃতির অভিযোগ, হতাশ হয়ে রাহুল ভোট চুরি করতে নেমেছেন। তাঁর কথায়, কংগ্রেস বলে, চৌকিদার চোর হ্যায়। কিন্তু রাহুল নিজে ইতিমধ্যেই জমি চুরি করেছেন। এবার তিনি ভোট চুরি করতে নেমেছেন। রাহুলকে এজন্য জবাব দিতে হবে। প্রশাসনও ব্যাপারটা দেখছে। অভিযোগের প্রমাণ হিসেবে একটি ভিডিও ক্লিপও জমা দেন তিনি৷ তবে মঙ্গলবার স্মৃতি ইরানিকে অস্বস্তিতে ফেলে নির্বাচন কমিশন জানিয়ে দিল ওই ভিডিওটি বানানো হয়েছে৷ আসল নয়৷ উত্তরপ্রদেশের সিইও ভেঙ্কটেশ্বর জানান স্মৃতির আনা অভিযোগের সত্যতা নেই৷ তাই ফুটেজটি খারিজ করা হয়েছে কমিশনের তরফে৷ কংগ্রেসের দাবি, স্মৃতি হেরে যাবেন জেনেই এমন অজুহাত দিচ্ছেন। কংগ্রেসের মুখপাত্র জিশান হায়দার বলেন, স্মৃতি জানেন, তিনি হেরে গিয়েছেন। তাই তিনি অজুহাত খুঁজছেন। রাহুল গান্ধীজি যদি বুথ দখল করেন, ভোট চুরি করেন, তাহলে নির্বাচন কমিশন কী করছে? তারা তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের হয়ে কাজ করে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest