আঁধার পথে ‘বন্ধু’ হবেন অভিনেতা সাহেব ও সুরজিৎ, নয়া গল্প পর্দায় আনছেন পরিচালক সুব্রত শর্মা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: বন্ধুত্বের কোনও সংজ্ঞা হয়্না। কোনও অঙ্ক দিয়ে বোঝাও যায়না এই সম্পর্ককে। রক্তের সম্পর্ক ছাপিয়ে কখনও কখনও বন্ধুই জীবনের সবটুকু হয়ে ওঠে। ভরসার হাত কখনও বা জীবনের অন্যতম অবলম্বন হয়ে ওঠে। এরকমই দুটি বন্ধুর গল্প নিয়ে পর্দায় হাজির পরিচালক সুব্রত শর্মা।সাহেব হালদার ও সুরজিৎ মাইতিকে দেখা যাবে দুই বন্ধুর চরিত্রে।

57504323 840522852974764 985872346516553728 n.jpg? nc cat=106& nc ht=scontent.fccu3 1

সাহেব আর সুরজিৎ রূমমেট,হরিহর আত্মা।দুজনেই অনাথ,গরিব দুটি ছেলে। সুরজিৎ অন্ধ,মানসিক ভাবে বিপর্যস্ত। সাহেব তাঁর বন্ধুকে মানসিক ভরসা দেওয়ার চেষ্টা করে।যদিও সুরজিতের সামনে নিজেই কুঁকড়ে থাকে সাহেব। কিন্তু কেন? ছবির অন্যতম এক চরিত্র রিয়া। বন্ধু সুরজিতের কষ্ট সাহেবকে কুড়ে-কুড়ে খায়।সাহেব, সুরজিতকে কথা দেয় তাঁর জীবন আবার আগের মত করে দেবে।আবার সে দেখতে পাবে,চাকরি করবে, ফিরে পাবে তাঁর ভালোবাসার মানুষকে। সুরজিতের জীবন সুন্দর করে তোলার জন্য সাহেব একটি পরিকল্পনা করে। সাহেব একদিন রিয়াকে ফোন করে একটা কঠিন দায়িত্ব দেয়। যা শুনে রিয়া হতবাক হয়ে যায়। কিসের দায়িত্ব বর্তায় রিয়ার কাঁধে? সাহেব কি পারবে সুরজিতের জীবনটা আগের মতো সাজিয়ে দিতে? কিন্তু কোন ঘটনা বয়ে নিয়ে আসল এমন এক আঁধার তাদের জীবনে? জীবনের গতিপথ কোন দিকে নিয়ে যাবে এই বন্ধুত্বকে? জানতে হলে দেখতে হবে – EYE-SIGHT a tale of a true friend।

এর আগে মেগার জগতে একসাথে দেখা গিয়েছি সাহেব হালদার ও সুরজিৎ মাইতিকে। দেখা গিয়েছে অভিজিৎ রায় পরিচালিত “তিন এর নামতা”, মনোজ মিশিগান পরিচালিত ” তৃতীয় অধ্যায়”, সত্যজিৎ দাস পরিচালিত “পেনটিং ইন দ্যা ডাক'” ছবিতেও। তবে এবার মুখোমুখি দুই অভিনেতা। বন্ধুত্বের এই অন্য রকম গল্প দেখার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। রিয়া চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দাস। এছাড়া ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা অরিত্র খান ও গার্গী দাসকে। আপাতত এক ঝলক দেখে নিন দুই মূল অভিনেতা ও পরিচালককে।

57072629 2269472876712945 2991845618206375936 n.jpg? nc cat=103& nc ht=scontent.fccu3 1
সুরজিৎ মাইতি

 

57504618 2109343705847484 4028571459839328256 n.jpg? nc cat=102& nc ht=scontent.fccu3 1
সাহেব হালদার

 

57465172 442108713202111 1761763093391605760 n.jpg? nc cat=108& nc ht=scontent.fccu3 1
পরিচালক সুব্রত শর্মা

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest