আগামীকাল ফের জিও বিপ্লব! জেনে জিও ফাইবার ব্রডব্যান্ড সম্পর্কে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: মোবাইলে জিও বিপ্লবের তিন বছরও হয়নি। তার আগেই নয়া চমক ঘোষণা করেছে রিলায়েন্স- জিও ফাইবার। ফাইবার অপটিক্স কেবলের মাধ্যমে ঘরে ঘরে উচ্চ-গতিসম্পন্ন ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে জিও। বৃহস্পতিবার থেকে শুরু সেই পরিষেবা। তার আগে জেনে নেওয়া যাক, জিও ফাইবার সম্পর্কিত সব তথ্য-

জিও গিগা ফাইবার পরিষেবা নিয়ে মুকেশ অম্বানী আগেই জানিয়েছিলেন আগামী ৫ সেপ্টেম্বর জিও-র তিন বছর পূর্তির দিনই জিও গিগা ফাইবার পরিষেবা চালু করতে চলেছেন। এতে ১০০ এমবিপিএস থেকে ১ জিবিপিএস পর্যন্ত গতিতে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে।এর জন্য সর্বনিম্ন ৭০০ ও সর্বোচ্চ ১০ হাজার খরচা হবে গ্রাহকের। ন্যূনতম প্যাকেজেই সেকেন্ডে ১০০ মেগাবাইট স্পিড মিলবে। করা যাবে আন্তর্জাতিক ফোনও।

সাধারণ বৈদ্যুতিক কেবলের ইন্টারনেট পরিষেবার গতি ১০ এমবিপিএস-১০০ এমবিপিএস-এর মধ্যেই সীমাবদ্ধ।কিন্তু গিগা ফাইবার কেবলে ইন্টারনেট পরিষেবার সর্বনিম্ন গতি ৫০ এমবিপিএস। আর সর্বোচ্চ গতি ১০ হাজার এমবিপিএস অর্থাৎ ১০জিবিপিএস। জিও ফাইবারকে বাজারে আরও আকর্ষণীয় করে তোলার জন্য থাকছে বিভিন্ন অফার। রিলায়েন্স জিও-র সারা বছরের প্ল্যান নিলে দেওয়া হতে পারে ফুল এইচ ডি টিভি অথবা ৪কে সেট টপ বক্স। এই অফার তাঁদের জন্যই যারা জিও ফরএভার প্ল্যান নেবেন।

বর্তমানে রিলায়েন্সের রাউটারের নিতে গেলে এককালীন চার্জ দিতে হয় গ্রাহকদের। তবে জিও ফাইবার-এর ক্ষেত্রে তা হবে না বলেই ধারণা। সূত্রের খবর, সর্বোচ্চ ৪৫০০ দেওয়ার সম্ভাবনা থাকলেও, তা রিফান্ডেবল হবে।

রিলায়েন্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছবি যেদিন মুক্তি পাবে, সেদিনই বাড়িতে বসে তা দেখতে পারবেন গ্রাহকরা। তবে নতুন বছরের মাঝামাঝিতেই এই পরিষেবা শুরু হবে বলে জানিয়েছে সংস্থা।

 

 

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest