আজই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ লক্ষ্মণ শেঠের! লড়তে পারেন তমলুক থেকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: সিপিএম হয়ে বিজেপিতে যাওয়া একসময়ের দোর্দণ্ডপ্রতাপ বাম নেতা লক্ষ্মণ শেঠের কথা উঠত-বসত মেদিনীপুর। জেলার একচ্ছত্র সম্রাট বলা হতো তাঁকে। তবে বাম সরকারের পতনের সঙ্গে সমান্তরালভাবে লক্ষ্মণ শেঠের পতনও শুরু হয়েছিল। সেটা ঠেকানো যায়নি। বাম যেমন অস্তাচলে চলে গিয়েছে, সেভাবেই লক্ষ্মণও অনেকদিন হল অন্তরালে। লোকসভা নির্বাচনের আগে ‘হাত’এর হাত ধরলেন তিনি। আজই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রাক্তন সিপিএম নেতা লক্ষণ শেঠ। সূত্রের খবর, এবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।

তাঁর কংগ্রেসে যোগদান নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিন। কিন্তু তাঁর যোগদান বিষয়ে দ্বিধাবিভক্ত ছিল কংগ্রেস। সূত্রের খবর, আবদুল মান্নান কখনই লক্ষণ শেঠের যোগদানের বিষয়ে মত দেননি।  মান্নান-অনুগামীরা বরাবরই এর বিরোধিতা করেছেন। তবে অপরপক্ষ এবিষয়ে মত দিয়েছেন।  তা নিয়ে সোমেন মিত্রের ওপর ক্রমাগত চাপ বাড়ছিল বলে খবর। এই বিষয়টি কেন্দ্র করেই লক্ষণ শেঠের কংগ্রেসে যোগদানের বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকেও জানানো হয়। পরে সেখান থেকে সবুজ সঙ্কেত মেলার পরই সব জল্পনার অবসান ঘটল।

উল্লেখ্য, ২০১৪ সালে পার্টি থেকে লক্ষ্মণ শেঠকে বহিষ্কার করে সিপিএম। তারপর ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন তিনি। কিন্তু ২০১৮ শেষ হওয়ার আগে কেন্দ্রের শাসক দলের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয় তাঁর। প্রকাশ্যে তৃণমূলে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন লক্ষ্মণ। কিন্তু নন্দীগ্রামের ঘটনায় অভিযোগের আঙুল ওঠা এই নেতাকে কোনওভাবেই দলে নিতে আগ্রহী নয় তৃণমূল। তাই নিজের রাজনৈতিক অস্বিত্ব টিকিয়ে রাখতে লক্ষ্মণ শেঠ কংগ্রেসে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest