আজ কালীঘাট থেকে ৬টি ভাষায় প্রকাশিত হবে তৃণমূলের নির্বাচনী ইশতেহার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: লোকসভা ভোটের আগে আজ তৃণমূলের নির্বাচনী  ইশতেহার প্রকাশ করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে যে দলীয় কার্যালয় রয়েছে, সেখান থেকে ইস্তেহার প্রকাশ করবেন তিনি।
সূত্রের খবর, ইশতেহারে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে৷ তুলে ধরা হয়েছে মোদির আমলে সাধারণ মানুষের দুর্গতির ছবি৷ একটি ভাগে থাকছে তৃণমূলের সাত- আট বছরের শাসনকালে রাজ্যের উন্নয়নের খতিয়ান। থাকতে পারে বিভিন্ন প্রকল্পের উল্লেখ। সেই সমস্ত সফল প্রকল্পের জাতীয় স্তরে নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হতে পারে।
ইশতেহারে উল্লেখ থাকতে পারে, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা, যা বাস্তবায়িত করেছে তৃণমূল সরকার। এছাড়াও বিশেষ ভাবে জোর দেওয়া হতে পারে কৃষি, রোজগার, শিশু ও নারী কল্যাণ, আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রতিরক্ষায়। বাড়তি জোর দেওয়া হতে পারে ধর্মনিরপেক্ষতায়।থাকতে পারে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রীর মত একাধিক প্রকল্পের কথা। পাশাপাশি কৃষি, শিল্প পরিকাঠামো, শিক্ষা ক্ষেত্রে বাংলা কীভাবে এগিয়েছে, সেই তথ্যই তুলে ধরা হতে পারে ইশতেহারে।তবে, ওই ইস্তাহার শুধু বাংলাসর্বস্ব হবে না। বরং কেন্দ্রে সরকার গঠনে অংশ নিলে, সারা দেশে দলের নীতি এবং কর্মসূচি কী হবে, তার সবিস্তার বর্ণনাও থাকবে বলে জানা গিয়েছে।

বাংলাকে প্রাধান্য দেওয়া হলেও, গোটা দেশকে মাথায় রেখে এ বার তৃণমূলের নির্বাচনী ইস্তাহার তৈরি হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর। জানা গিয়েছে, বিজেপিবিরোধী শিবির যদি ক্ষমতায় আসে, তা হলে নয়া সরকারে তৃণমূলের কী ভূমিকা হবে, বাংলার বিভিন্ন প্রকল্পগুলিকে কী ভাবে সারা দেশে রূপায়ণ করা সম্ভব হবে, ইস্তাহারে তার সবিস্তার বর্ণনা থাকতে পারে। সেই সঙ্গে গত পাঁচ বছরে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতাও তুলে ধরা হতে পারে।

মূলত ইশতেহারে দেশের মানুষের সমস্যার কথা থাকবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ইশতেহার প্রকাশ করা হবে বাংলা, হিন্দি, ইংরেজি,অসমীয়া, উর্দু এবং গোর্খালি ভাষাতে৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest