#লখনউ: মাত্র দু’দিন আগে উত্তরপ্রদেশ বার কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন দরবেশ যাদব। ওই রাজ্যে তিনিই প্রথম মহিলা যিনি বার কাউন্সিলের সর্বোচ্চ পদটি অধিকার করেন। বুধবার আগরা কোর্ট চত্বরে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেলেন। গুলি করেছিলেন তাঁরই সতীর্থ এক আইনজীবী। দরবেশ যাদবকে গুলি করার পর তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন।
দরবেশ যাদব এদিন আগরার দেওয়ানি আদালত পরিদর্শনে এসেছিলেন। দুপুর আড়াইটে নাগাদ তাঁকে গুলি করা হয়। আগরা শহর পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট প্রবীণ বর্মা বলেন, হত্যাকারীর নাম মনীশ শর্মা। তিনি দরবেশ যাদবের দীর্ঘদিনের পরিচিত ছিলেন। ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, মনীশ শর্মা তিনটি গুলি ছোঁড়েন। প্রতিটি দরবেশ যাদবের দেহে বিদ্ধ হয়। পরে তিনি নিজের শরীরে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কাছে যে পিস্তলটি ছিল, তার লাইসেন্স আছে। অস্ত্রটি এখন আছে পুলিশের হেপাজতে।
কোনো প্রতিবাদ-বিক্ষোভ শুরু হওয়ার আগেই ঘটনাস্থল থেকে মৃতদেহ সরিয়ে ময়নাতদন্তে পাঠিয়ে দেয় পুলিশ। এ ভাবে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় নিন্দায় সরব হয়েছে সমস্ত মহল।