আরএসএসের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দেশের উন্নয়নের পথে বাধা , বাজপেয়ীর প্রশংসা করে মন্তব্য রঘুরাম রাজনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: আরএসএসের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দেশের উন্নয়নের পথে প্রতিবন্ধক ,এমনটাই মনে করছেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। ‘দি উইক’কে দেওয়া এক ইন্টারভিউয়ে রাজন গেরুয়া সংগঠন সম্পর্কে সাবধান করেছেন দেশবাসীকে। তিনি বলেন, ‘আরএসএসের সংকীর্ণ মানসিকতা দেশ গঠনে সদর্থক ভূমিকা পালনে বাধা হতে পারে। যে ভারতের স্বপ্ন নেহেরু, গান্ধী এবং এদেশের সংবিধান প্রণেতারা দেখেছেন তার বিরোধী মতাদর্শ আরএসএসের। তাই দেশবাসীর সাবধান হওয়া উচিত।’

বিজেপির ইডিওলজিকাল মেন্টর আরএসএস। কিন্তু গুরুর মতাদর্শ যদি এমন সংকীর্ণ হয় তাহলে শিষ্যের মতাদর্শ সম্পর্কে সহজে অনুমান করা যায়। রাজন আরো বলেছেন, ‘আমার মনে হয় তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণেই দেশের বৃহত্তর জনসাধারণের মধ্যে বিশেষ পরিবর্তন আসবে না। সংখ্যাগুরু সম্প্রদায়ের বাইরে এই দেশে একটা বিরাট জনগোষ্ঠীর রয়েছে যাদের সম্পর্কে আরএসএসের ধারণা সংকীর্ণ। আরএসএস এই জনগোষ্ঠীগুলিকে হিন্দু বলেই ডাকতে চায় যা অত্যন্ত সমস্যাজনক। ভারতের মত দেশে আমরা এই ধরনের মানসিকতা মেনে নিতে পারি না। দেশের গণতন্ত্রের জন্য এই ভাবনা অত্যন্ত ক্ষতিকর।’

নিজের সাক্ষাৎকারে রাজন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা করেছেন। তাঁকে একজন বড় মাপের নেতা হিসেবে উল্লেখ করেছেন। প্রাক্তন আরবিআই প্রধান বলেন, ‘সমস্ত সংগঠনে কিছু ভাল লোক থাকে। এক্ষেত্রেও যেমন ছিলেন বাজপেয়ীজি। তিনি সর্বদাই আরএসএসের সমস্ত কথা চোখ বন্ধ করে মেনে নিতেন না। তাঁর বেশ কিছু গুণ ছিল প্রশংসনীয়। বিশেষ করে তাঁর অতি নম্র, শালীন ব্যবহার যা তাঁকে মহান নেতাতে পরিণত করেছিল।’

 

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest