আসছে বাংলার প্রথম সুপারহিরো বিদ্রোহী ওয়েব সিরিজের অন্তিম মহাপর্ব “ফাইনাল ব্যাটেল”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল অভিনেতা সৌমাল্য দত্ত’র স্বপ্নের প্রোজেক্ট- এর টিজার। ৫০ সেকেন্ডের এই টিজার, দর্শকদের মন জয় করেছে সহজেই। এই টিজারটি দেখা যাবে শুধুমাত্র এ.এম.এস মোশন পিকচার্সের ইউটিউব চ্যানেলে।

ছবির নির্মাতাদের সাথে কথা বলে জানা গেল যে গত পয়লা বৈশাখে শুরু হওয়া “বিদ্রোহী দ্যা সুপারহিরো” ওয়েবসিরিজের প্রথম সিজনের সমাপ্তি ঘটবে এই মহাপর্ব দিয়ে।এই পর্বটিতে থাকছে বিগত পর্বগুলির তুলনায় আরো বেশি জাঁকজমক ও থ্রিল। থাকছে ভি এফ এক্সের কাজ,থাকছে টানটান action। বিগত ৪টি এপিসোডে দর্শক বন্ধুরা দেখেছেন কিভাবে অধরা নামের এক কুখ্যাত অপরাধী জীবনের থেকে শিক্ষা নিয়ে বিখ্যাত বৈজ্ঞানিক ডঃ দেবরাজ রায়ের সহায়তায় যায় গুপ্ত সংস্থা বুমেরাং স্কোয়াডে এবং সেখান থেকেই হয়ে ওঠে সমাজের রক্ষক এক সুপারহিরো বিদ্রোহী। যার মূল উদ্দেশ্য সমাজের পাপ, অপরাধকে শেষ করা এবং তাই সে একে একে নির্মূল করে গোখরো, ক্যাকটাসদের মত ভয়ংকর সব ক্রিমিনালদের।

কিন্তু এইবার মহাপর্বে বিদ্রোহীর সবথেকে বড় চ্যালেঞ্জ দুর্ধর্ষ দুষমন “ডেমনকে” শেষ করা,এই পর্বেই দেখা যাবে সবচেয়ে ভয়ংকর ক্রিমিনাল ডেমনকে বিদ্রোহী কিভাবে শায়েস্তা করে।তবে এইবার এই অভিযানে বিদ্রোহীর সহযোগীতায় থাকবে আরো দুই সুপারহিরো,সিংহী ও তড়িৎ , অর্থাৎ বিদ্রোহী ইউনিভার্সে সংযোজন হল আরো দুই সুপারহিরো চরিত্রের। গত ৪টি পর্বে পরিচালনার দায়িত্বে মূখ্য অভিনেতা সৌমাল্য দত্ত স্বয়ং থাকলেও এই মহাপর্বটির পরিচালনার দায়িত্বে আছেন অনিমেষ মুখার্জী। কাহিনী, চিত্রনাট্য সৌমাল্য দত্ত’র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ মিত্র,দোলন মজুমদার,ঐন্দ্রীলা বসু,গৌতম গুপ্ত,যুবরাজ বাল্মীকি এবং বিদ্রোহীর চরিত্রে সৌমাল্য দত্ত। ছবিটি প্রযোজনা করছে এ.এম.এস মোশন পিকচার্স এবং সহযোগী প্রযোজনায় আছে ফিল্মানিয়া এন্টারটেনমেন্ট। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে মহাপর্ব দ্যা ফাইনাল ব্যাটেল।

দেখে নিন টিজার-

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest