Site icon The News Nest

ইভিএম-এর গতিবিধি জানতে ভোটকর্মীদের গাড়িতে জিপিএস বসাচ্ছে কমিশন

vvp

নয়াদিল্লি: ভোট কর্মীরা ভোটিং মেশিন নিয়ে কোথায় কোথায় যাচ্ছেন তা নজরে রাখতে এবার জিপিএস বসানো হবে তাঁদের গাড়িতে। এমনি জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।ইতিমধ্যেই সব রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে গত বছরের পাঁচ রাজ্যের নির্বাচনের অভিজ্ঞতা। সেই সময় রাজস্থান,মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, মেঘালয় ও মিজোরামের ভোটের সময় দেখা গিয়েছিল বিভিন্ন রাস্তায় ছড়িয়ে রয়েছে ভোটিং মেশিন। হোটেল থেকেও উদ্ধার করা হয়েছিল ইভিএম। এরপরই ২০১৯- এর লোকসভা নির্বাচন আরো আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সাত দফায় লোকসভা নির্বাচনের সময় ইভিএম এবংভিভিপিএটি মেশিন বহনকারী গাড়ি গুলি কোন রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে তা চিহ্নিত করার জন্য কর্মীদের গাড়িতে জিপিএস বসানো হবে। ইতিমধ্যেই জরুরী ভিত্তিতে শুরু হয়ে গিয়েছে গাড়িতে জিপিএস বসানোর কাজ। উল্লেখ্য ১০ মার্চ সাংবাদিক বৈঠক ডেকে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এবার মোট সাত দফায় ভোট অনুষ্ঠিত হবে। ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত চলবে ভোট পর্ব। চূড়ান্ত ফল প্রকাশিত হবে ২৩ মে।

Exit mobile version