ইভিএমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন,১০ দিনের মধ্যে কমিশনকে রিপোর্ট দেওয়ার সুপ্রিম নির্দেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি : ইভিএম নিয়ে সুপ্রিম কোর্ট ২১টি আলাদা রাজনৈতিক দলের যৌথ আবেদনের শুনানিতে নির্বাচন কমিশনকে নোটিশ দিল শীর্ষ আদালত। আর্জি ছিল, আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে অন্তত ৫০ শতাংশ ইভিএমের ফলাফলকে ভিভিপ্যাটের সঙ্গে ক্রস চেক করতে হবে। সেই প্রসঙ্গেই কমিশনকে নোটিশ দিয়েছে আদালত। আগামী ২৫মার্চ ফের মামলার শুনানি হবে। 

দেশের ৫০ শতাংশ ইভিএমেই কারচুপি করা সম্ভব বলে  বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ২৩টি বিরোধী দল। তাদের মধ্যে রয়েছে ৬টি জাতীয় দল এবং ১৭টি আঞ্চলিক দল। অভিযোগকারীদের মধ্যে নাম রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, এনসিপি নেতা শরদ পওয়ার, কংগ্রেসের কে সি বেণুগোপাল, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, ডিএমকে নেতা এম কে স্ট্যালিন ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ বহু নেতারা। তার প্রেক্ষিতেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ নোটিস দিল নির্বাচন কমিশনকে। বলা হল, ইভিএম গুলিকে পরীক্ষা করে দেখা হোক। আগামী ২৫ মার্চ, পরবর্তী শুনানির দিন কমিশনের কোনও অফিসারকে শীর্ষ আদালতে গিয়ে এ ব্যাপারে সব কিছু জানাতে বলা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest