উচ্চ বর্ণের সঙ্গে চেয়ারে খেতে বসায় দলিতকে পিটিয়ে খুন উত্তরাখণ্ডে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#দেরাদুন : খেতে বসে ছিলেন তিনি৷ বুঝতে পারেননি পাশে বসে রয়েছে তথাকথিত উচ্চবর্ণের মানুষরা৷ রবিবার এই ঘটনার জেরে প্রাণ দিতে হল বছর ২৩শের এক দলিত যুবককে৷

মৃত যুবকের নাম জীতেন্দ্র বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় স্থানীয় গজেন্দ্র সিং, সোবান সিং, কুশল সিং, গব্বর সিং, গম্ভীর সিং, হরবীর সিং ও হুকুম সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা। ২৬ এপ্রিলের ঘটনা। উত্তরাখণ্ডের তেহরি জেলার শ্রীকোট গ্রামের একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন জীতেন্দ্র নামে পেশায় ছুতোর ওই দলিত যুবক। সেখানে ভুল বশত তিনি উচ্চ বর্ণের সদস্যদের সঙ্গে এক পংক্তিতে খেতে বসেন। এর মাঝেই বেশ কয়েকজন এসে বলেন, উচ্চবর্ণের জন্য নির্দিষ্ট স্থানে বসে জিতেন্দ্র ভুল করেছে। কথা কাটাকাটি শুরু হয়। তারপরেই শুরু হয় মারধর। মার খেতে খেতে একেবারে মৃত্যু মুখে এসে পড়ে জিতেন্দ্র। আহত অবস্থায় তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন পরিবারের লোকজন৷ প্রাথমিক চিকিৎসার পরে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় শ্রী মহন্ত ইন্দিরেশ হাসপাতালে৷ কিন্তু রবিবার সেখানেই মৃত্যু হয় তাঁর৷

টাইমস অফ ইণ্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জিতেন্দ্র দাসের মৃত্যুর পর হাসপাতালে বাইরে বিক্ষোভে বসেন তাঁর পরিবার ও গ্রামের বাসিন্দারা৷ মৃতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়৷ মৃতের পরিবারের অভিযোগ, একজন দলিতের বিয়েতেই এই মারধরের ঘটনা ঘটে৷ কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি৷ আরও জানা গিয়েছে, মামলা দায়ের করা হলেও উচ্চবর্ণের তরফ থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে৷ এই ঘটনার প্রতিবাদে প্রায় ৫০ জন গ্রামবাসী মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হবেন বলেও জানানো হয়েছে৷ পুলিশ সূত্রে খবর এখনও কেউ গ্রেফতার না হলেও তদন্ত চলছে৷ পঞ্চায়েত সদস্য সন্দীপ খান্না জানান পুলিশের তরফ থেকে তদন্তে দীর্ঘসূত্রিতা করা হচ্ছে৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest