উচ্চ শ্রেণীর সংরক্ষণে সিলমোহর মোদির মন্ত্রিসভার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লোকসভার নির্বাচনের আগে বড় চমক দিল মোদির মন্ত্রিসভা সোমবার উচ্চ বর্ণের মানুষদের আনা হল সংরক্ষণের আওতায়। জানানো হয়েছে,উচ্চ শ্রেণীর জন্য ১০ শতাংশ সংরক্ষণ করা হবে। এই সংরক্ষণ পাবে উচ্চ শ্রেণীর আর্থিক দুর্বল অংশ। যাদের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হলেই এই সুবিধা মিলবে। তবে শুধু সরকারী চাকরিতে নয়,যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানেও এই সংরক্ষণ লাগু হবে।
পাশাপাশি যাঁদের ৫ হেক্টরের কম জমি রয়েছে তাঁরাও পরবেন সংরক্ষণের আওতায়। এছাড়া আরও কিছু শর্ত রাখা হয়েছে। যেমন – বাড়ি ১০০০ স্কোয়ার ফিটের বেশি হলে চলবে না। পুরসভা এলাকায় বাড়ি থাকলে তা ১০৯ গজ এলাকার চেয়ে কম হতে হবে। পুর এলাকার বাইরে যারা থাকেন তাঁদের আয়তন ২০৯ গজ এলাকার বেশি হওয়া যাবে না।
কেন্দ্রীয় মন্ত্রী সভার এই নতুন সিদ্ধান্ত লাগু করতে হলে অবশ্য ভারতীয় সংবিধানের ১৫ ও ১৬ নং ধারা দুটি সংশোধন করতে হবে। চলতি অধিবেশনের শেষদিন মঙ্গলবার। ওই দিনই সংবিধানে সংশোধনী আনতে চায় কেন্দ্র। রাজনৈতিক মহলের মতে,উচ্চবর্ণের ভোট নিজেদের ঘরে তুলতে এই সিদ্ধান্ত নিয়েছে মোদির মন্ত্রী সভা। কারণ বিজেপির দুই শরিক দল বহুদিন ধরেই সংরক্ষণের দাবিতে সরব। ঘর বজায় রাখতে শেষ পর্যন্ত সংরক্ষণের সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদীর মন্ত্রী সভা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest