উঠল তাপপ্রবাহের সতর্কতা, কালবৈশাখীর খবর শোনাল হাওয়া অফিস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: রবিবার থেকে তাপপ্রবাহ-মুক্ত হতে চলেছে দক্ষিণবঙ্গ। জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। পাশাপাশি রবিবার সন্ধ্যাতেই দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে স্বস্তির ঝড়বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে তাপমাত্রা কমলেও অস্বস্তি বজায় থাকবে বলেই জানাচ্ছেন তাঁরা।

একদিকে বৃষ্টির ইঙ্গিত দিলেও তাপপ্রবাহের সতর্কতাও দিয়ে রাখল হাওয়া অফিস। ষষ্ঠ দফার ভোটগ্রহণের দিন তাপপ্রবাহ জারি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। তাপপ্রবাহ জারি থাকবে বর্ধমান, বীরভূমেও। তবে রবিবার ভোটগ্রহণের দিন সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে পারে পশ্চিমের জেলাগুলিতে। হাওয়া অফিস মনে করছে মূলত ঝাড়খণ্ডে কালবৈশাখির জেরে কমতে পারে তামপাত্রা। ফলে কিছুটা হলেও হাওয়া অফিসের এই পূর্বাভাসে যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে শহরবাসী।
রবিবার ভোটের দিন রাঢ়বঙ্গের জেলাগুলিও জ্বালাপোড়া গরম থেকে রেহাই পাচ্ছে না। ইতিমধ্যেই বাঁকুড়ায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াসে।পুরুলিয়া ৪২.৩,  মেদিনীপুর ৪০.৩ এবংপানাগড়ের তাপমাত্রা ৪২.১ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়া, দিঘাতে তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করলেও, বাতাসে আদ্রতাজনিত অস্বস্তি রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও কলকাতায় কিছুটা পারদ নেমেছে। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি। তবে কলকাতার পাশেই দমদমে ৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মালদহে তাপপ্রবাহ চলবে। তার সঙ্গেই পাল্লা দিয়ে তীব্র দহন থাকবে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়াতে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest