উঠে গেল নিষেধাজ্ঞা, আজ থেকে ফের ব্যবহার করতে পারবেন টিকটক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চেন্নাই: বিতর্কিত টিকটক ভিডিও অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। আপত্তিকর ও অশ্লীল ছবি দেখানোর অভিযোগে, চিনের সংস্থা বাইটড্যান্সের ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করার আর্জি নিয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। এরই প্রেক্ষিতে, ভারতে অ্যাপটি বন্ধ করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করে চিনের ওই সংস্থার তরফে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করা হয়েছিল।

ওই অ্যাপে তৈরি করা ভিডিয়ো না দেখানোর জন্য মিডিয়াকে নির্দেশ দিয়েছিল আদালত। ওই নিষেধাজ্ঞা জারি করার সময় আদালত জানিয়েছিল, টিকটকের মাধ্যমে পর্নগ্রাফি ছড়িয়ে পড়ছে। যা শিশুমনে খারাপ প্রভাব ফেলছে।টিকটকের বিরুদ্ধে একাধিক আবেদন জমা পড়েছিল। একজন আবেদনকারীকে আদালতকে জানিয়েছিল যে এই অ্যাপ চিনে তৈরি। তাই এই অ্যাপ বন্ধ করা উচিত। কারণ, এটা জাতীয় সুরক্ষার জন্য বিপজ্জনক হতে পারে।

বুধবার আদালত এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ অবশ্য শর্তসাপেক্ষে এই নিষেধাজ্ঞা তোলার নির্দেশ দিয়েছেন।এদিন টিকটকের আইনজীবী আইজ্যাক মোহনলাল আদালতে জানিয়েছেন, আপত্তিকর ভিডিয়ো আটকানোর প্রযুক্তি রয়েছে ওই অ্যাপে। এটা নিয়ে আদালতে হলফনামাও জমা দেওয়া হয়েছে টিকটকের তরফে। একই সঙ্গে আদালতের নিষেধাজ্ঞার পর ঠিক কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানিয়েছে ওই অ্যাপ কর্তৃপক্ষ।

আদালতের রায়ের পরে কোম্পানি একটি প্রেস বিবৃতিতে জানায়, “আমরা সরকারের সিদ্ধান্তকে সম্মান জানাই, ব্যবহারকারীরা টিকটকে তাদের সৃজনশীলতা বজায় রেখে এই ভিডিও প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। আমরা আমাদের ব্যবহারকারীদের কাছে সুষ্ঠ পরিষেবা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সুযোগ পুনরায় দেওয়া হয়েছে তাতে আমরা কৃতজ্ঞ। পরবর্তীকালে প্ল্যাটফর্মের অপব্যবহারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নিরাপত্তার জন্য অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে নিয়মাবলী উন্নত করা হবে।” ২০১৯ সালে ভারতে চালু হয় চিনের সংস্থা বাইটড্যান্সের সোশ্যাল ভিডিও অ্যাপ টিকটক। ফেব্রুয়ারিতেই এই অ্যাপ একশো কোটি ডাউনলোডের লক্ষ্যমাত্রা ধরে ফেলে। ২০১৮ সালে বিশ্বের চতুর্থ নন-প্লেয়িং অ্যাপের যোগ্যতা অর্জন করে টিকটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest