উত্তরপ্রদেশে পোলিং অফিসার মহম্মদ জুবেইরকে বেধড়ক মার বিজেপি কর্মীদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লখনউ: পোলিং অফিসারকে মারধর করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের মোরাদাবাদ৷ অভিযোগের তির বিজেপি কর্মী সমর্থকদের দিকে৷ অভিযোগ ওই নিগৃহীত পোলিং অফিসার নাকি ভোটারদের সাইকেল চিহ্নে বোতাম টেপার অনুরোধ করছিলেন৷
মোরাদাবাদের ২৩১ নং বুথে এই ঘটনা ঘটে৷

তৃতীয় দফায় উত্তরপ্রদেশের মোরাদাবাদের ২৩১ নম্বর বুথে মঙ্গলবার সকাল থেকেই চলছে ভোটগ্রহণ৷ ওই বুথে পোলিং অফিসার হিসাবে নিযুক্ত ছিলেন মহম্মদ জুবেইর৷ বিজেপি নেতা-কর্মীদের অভিযোগ, ওই বুথের মহিলা ভোটাররা কাকে ভোট দেবেন, তা শিখিয়ে দিচ্ছিলেন পোলিং অফিসার৷ জোর করে তিনি সাইকেল চিহ্নে সমাজবাদী পার্টির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ওই ভোটারদের প্রভাবিত করছিলেন বলেও অভিযোগ৷ এই অভিযোগে জোর করে ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে ঢুকে পড়েন বিজেপি নেতা,কর্মীরা৷ বুথের ভিতরে প্রথমে তর্কাতর্কি হয়৷ বচসা চলাকালীন জোর করে বুথ থেকে টেনে বাইরে নিয়ে আসা হয় ওই পোলিং অফিসারকে৷ এরপর বুথের সামনে পুলিশের উপস্থিতিতেই তাঁকে বেধড়ক মারধর করা হয়৷ চড়, থাপ্পড়ের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রহৃত ওই পোলিং অফিসারকে বুথ থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে৷

একই ঘটনা ঘটে ইটাওয়াতেও৷ সেখানেও পোলিং অফিসারের বিরুদ্ধে সাইকেল চিহ্নে ভোট দিতে অনুরোধ করার অভিযোগ ওঠে৷ পোলিং অফিসার যোগেশ কুমারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর৷যদিও সপা-র তরফ থেকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ পালটা অখিলেশ যাদব টুইটে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন৷ তাঁর অভিযোগ, ইভিএমে যান্ত্রিক কারসাজি করেছে বিজেপি৷ তাই ভোটারকে যে চিহ্ন টিপেই ভোট দিন না কেন, তা যাচ্ছে পদ্মফুলেই৷

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest