Site icon The News Nest

উথাল-পাতাল মাঝ সমুদ্রে আটকে গেল জাহাজ, ফিরে এল টাইটানিকের ভয়াবহ স্মৃতি

viking sky 1 rt er

নরওয়ে: ইঞ্জিন খারাপ হয়ে মাঝসমুদ্রে প্রায় ২০ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে পশ্চিম নরওয়ের মোল্ড হারবার ডকে ফিরল প্রমোদ তরী ভাইকিং স্কাই।

১৩৭৩ জন যাত্রীকে নিয়ে শনিবার রাতে নরওয়ে সাগর দিয়ে ভেসে যাচ্ছিল ভাইকিং স্কাই। যেতে যেতে নরওয়ের পশ্চিম উপকূলের হাসটাডভিকা অঞ্চলে হঠাৎ বন্ধ হয়ে যায় জাহাজের ইঞ্জিন। ঢেউ ও হাওয়ার তোড়ে সমুদ্রও তখন অশান্ত। দাঁড়িয়ে থাকা ভাইকিংয়ের ভিতর উথাল পাতাল অবস্থা।

ঢেউয়ের জেরে স্তব্ধ জাহাজ একবার এ দিকে দুলে পড়ছে এক বার ও দিকে। এই দুলুনির জেরে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে জাহাজের ভিতর। খাবার টেবিল থেকে বসার সোফা। সবই সিনেমার মত আপনা আপনি ছুটে বেড়াচ্ছে। ভিতরে আটকে থাকা যাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তাঁরাও যে যা পারছেন আকড়ে ধরে দাঁড়িয়ে থাকতে চাইছেন।মাঝ সমুদ্রে আটকে পড়া জাহাজের ভিতরের এই অবস্থা ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন যাত্রীরা। তারপর থেকেই ভাইরাল হয়েছে ভাইকিং স্কাইয়ের উথাল পাতালের ভিডিয়ো দৃশ্য।

ইঞ্জিন বন্ধ হওয়ার পর উদ্ধারের জন্য নিকটবর্তী কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা হেলিকপ্টারে করে উদ্ধার করে প্রায় ৫০০ বেশি যাত্রীকে। যদিও তারপরেও ওই প্রমোদ তরীতে কেবন ক্রু-সহ বাকিরা আটকে ছিলেন। রবিবার বেলাতে ভাইকিংয়ের ইঞ্জিন ফের চালু হয়। তখন দুটি মালবাহী জাহাজের সাহায্যে নরওয়ের পশ্চিম উপকূলে নিয়ে আসা হয় প্রমোদ তরীটিকে। নরওয়ে পুলিশ জানিয়েছে, সব যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তারা সকলে এখন ব্রায়ানহ্যালেন ইন্ডোর স্পোর্টস স্টেডিয়ামে রয়েছেন। আহত যাত্রীদের চিকিৎসা চলছে।

Exit mobile version