নিউজ কর্নার ওয়েব ডেস্ক: অপেক্ষার অবসান। অবশেষে “পেইন্টিংস ইন দা ডার্ক” চলচ্চিত্রের ইন্ডিয়ান প্রিমিয়ার হতে চলেছে খোদ কলকাতা শহরের বুকে ।
বহুচর্চিত সিনেমাটির টিজার মানুষের মনে জায়গা করে নিয়েছে কিছু মাস আগেই । এবার সিনেমাটির ফেস্টিভাল প্রিমিয়ার শুরু হয়েছে দেশ ও বিদেশ জুড়ে । ২৭ শে জুলাই ভার্জিন স্প্রিং সিনেফেস্ট- এর তৃতীয়বর্ষের ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে সিনেমাটি।
প্রসঙ্গত, পেন্টিংস ইন দ্য ডার্ক সিনেমা টি বাংলা সিনেমার ইতিহাসে একটি বিরল কনটেন্টের উপর নির্মিত । যেখানে একটি অন্ধ ছেলে চিত্রঅঙ্কন করে ও তার জীবন জুড়ে অনেক রহস্য উন্মচিত হয় । সিনেমাটির শুটিং করা হয়েছে কলকাতা ও শান্তিনিকেতনে।এই বছরেই মুক্তি পাবে এটি।
এই সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখলেন উত্তরবঙ্গের জনপ্রিয় মুখ রাশেদ রহমান।এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সায়ন্তি চট্টরাজ ,শ্রীলা ত্রিপাঠি ,বিশ্বজিৎ ঘোষ, সুরজিৎ চৌধুরী সহ আরও অনেকে।