এবার পর্দায় জয়ললিতার জীবনী, মুখ্য ভূমিকায় ‘কুইন’ কঙ্গনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুম্বই: ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ বক্স অফিসে সাড়া ফেলেছে। কঙ্কনা রানাওয়াত লক্ষ্মীবাঈয়ের ভূমিকায় প্রশংসাও কুড়িয়েছেন। এবার তিনি পর্দায় আসতে চলেছেন তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায়। শনিবার আনুষ্ঠানিকভাবে কঙ্গনার ৩২ তম জন্মদিনের দিনেই ঘোষণা হল এই ছবির। দু’টি ভাষায় তৈরি হতে চলেছে এই ছবি। তামিলে ছবির নাম হবে ‘থলাইভি’ ও হিন্দিতে ‘জয়া’।

পরিচালক এ এল বিজয় জানিয়েছেন, ‘‘আমাদের দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন জয়ললিতা। ওঁর জীবনের ওপর ছবি তৈরি করা বিশাল বড় দায়িত্বের। আমরা সৎ থেকে কাজটা করার চেষ্টা করব।” বলিউডের ‘কুইন’ বলেন, “জয়ললিতাজি এই শতকের সফলতম নেত্রী। তিনি প্রথমে সুপারস্টার ও পরে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। এটা মেইনস্ট্রিম ছবির জন্য অনবদ্য বিষয়।” ছবির চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ, এর আগে ‘বাহুবলী’, ‘মণিকর্নিকা’ ও ‘বজরঙ্গী ভাইজান’-এর চিত্রনাট্য লিখেছেন তিনি। প্রযোজনার দায়িত্ব যৌথভাবে কাঁধে নিয়েছেন বিষ্ণু বরদান ইন্দুরি ও শৈলেষ আর সিং। ভিব্রি ও কর্মা মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হতে চলেছে ‘জয়া’।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest