Site icon The News Nest

এবার হোয়াটসঅ্যাপ খুলতে দরকার পড়বে ‘ফিঙ্গারপ্রিন্ট’!

WhatsApp Fingerprint Authentication Feature

ব্যবহারকারীদের চ্যাটের গোপনীয়তা রক্ষা করতে হোয়াটসঅ্যাপকে এগিয়ে আসতে দেখা গেল এবার। আপনার করা চ্যাট আপনার অজান্তে যাতে আর কেউ পড়তে না পারে, এ বার তার ব্যবস্থা করতে চলেছে হোয়াটসঅ্যাপ। কারণ, এ বার হোয়াটসঅ্যাপ চ্যাট দেখার জন্য একটি নিরাপত্তার বেড়াজাল পেরোতে হবে।

হোয়াটসঅ্যাপের চ্যাটে ঢুকতে গেলেই এ বার ‘ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন’-এর প্রয়োজন হবে। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ খুলতে গেলেই এ বার ‘ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন’ বাধ্যতামূলক করার পথে হাঁটছে সংস্থা। আপাতত ব্যক্তিগত তথ্য নিরাপত্তা বিষয়ক প্রযুক্তিগত এই সংযোজনের পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বহু গুরুত্বপূর্ণ কথাবার্তাই আজকাল আমরা হোয়াটসঅ্যাপে করে থাকি৷ ব্যবহারকারীদের সমস্ত তথ্য যাতে গোপন থাকে, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷ চ্যাট আপনার অজান্তে যাতে আর কেউ পড়তে না পারেন, এবার তার ব্যবস্থা করতে চলেছে হোয়াটসঅ্যাপ। কারণ, এবার হোয়াটসঅ্যাপ চ্যাট দেখার জন্য একটি নিরাপত্তার বেড়াজাল পেরোতে হবে। হোয়াটসঅ্যাপের চ্যাটে ঢুকতে গেলেই এবার ‘ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন’-এর প্রয়োজন হবে। এই পদ্ধতি বাধ্যতামূলক করার পথেও হাঁটছে সংস্থা।

এই মুহূর্তে মেসেজিং অ্যাপের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে ভারতে ২০ কোটির বেশি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। মেসেজিং অ্যাপের আকর্ষণ বাড়িয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারীর সংখ্যা আরও বাড়াতে নিত্যনতুন উদ্যোগ নিচ্ছে সংস্থা। যেমন চলতি বছরেই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারে ‘ইগনোর বটন’৷ যেকোনও গুরুত্বপূর্ণ দিনে আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য ‘অটো সেন্ট মেসেজ অন ফেস্টিভ্যাল’ ফিচার আনার ভাবনাচিন্তা চলছে৷ এছাড়া ‘লাইক অ্যান্ড ডিসলাইক বটন ফর স্টেটাস’, ‘ডু নট ডিসটার্ব’, ‘সিডিউল মেসেজ’, ‘প্রোফাইল পিকচার ভিউআর্স’ এবং ‘নোটিফিকেশন হোয়েন কনট্যাক্ট কামস অনলাইন’ ফিচার চালুর ভাবনাচিন্তা করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷

Exit mobile version