Site icon The News Nest

এ বার রাশিয়ার সর্বোচ্চ সম্মান মোদীর মুকুটে

modi putin

নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরশাহির পর এ বার রাশিয়া। সে দেশেরও সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসেল’  সম্মান দেওয়ার কথা ঘোষণা করল মস্কো। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে বিশেষ অবদান রাখার জন্য এই সম্মান দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে রাশিয়ার তরফে।

১৬৯৮ সাল থেকে এই সম্মান দেওয়া হয়। এই সম্মান দেওয়া প্রথম শুরু করেন পিটার দ্য গ্রেট। তবে ‘সোভিয়েত ইউনিয়ন’ জমানায় ‘অর্ডার অফ সেন্ট অ্যানড্র‌ু’ প্রদান করা বন্ধ হয়ে যায়। ১৯৯৮ থেকে ফের এই সম্মান প্রদান শুরু হয়। ২০১৭-এ এই সম্মান দেওয়া হয়েছিল চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে।

এর আগে গত ৪ এপ্রিল মোদীকে সে দেশের সর্বোচ্চ সম্মান জায়েদ মেডেলে ভূষিত করেছিল সংযুক্ত আরব আমিরশাহি। ভারত এবং আমিরশাহির মধ্যে সম্পর্ককে আরও মজবুত করার জন্য এই সম্মান দেওয়া ঘোষণা করেন আমিরশাহির প্রেসিডেন্ট তথা আবু ধাবির যুবরাজ শেখ খালিফা বিন জায়েদ আল নিহান।

Exit mobile version