কংগ্রেসের সভায় হার্দিক প্যাটেলকে সপাটে চড় যুবকের, ছাড়ল ভিডিও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আহমেদাবাদ: ভরা সভায় কংগ্রেস নেতার ওপরে হামলা। মঞ্চে উঠে হার্দিক প্যাটেলকে থাপ্পড় মারলেন এক ব্যক্তি।

শুক্রবার সকালে গুজরাটের সুরেন্দ্রনগরে সভা করছিলেন কংগ্রেস নেতা৷ নির্বাচনী জনসভায় নিজের বাক্যবাণকে হাতিয়ার করে বিজেপিকে দুষছিলেন তিনি৷ এমন সময় আচমকাই মঞ্চে উঠে পড়েন এক ব্যক্তি৷ হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই হার্দিককে একটি চড় মারেন তিনি৷ এখানেই শেষ নয়৷ ধাক্কা দিয়ে মাইক্রোফোনের সামনে থেকে সরিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় পাতিদার আন্দোলনের নেতাকে৷ আচমকা এই ঘটনা দেখে কিছুটা হলেও হতচকিত হয়ে যান মঞ্চে উপস্থিত কংগ্রেস নেতাকর্মীরা৷ একইরকমভাবেই অবাক হয়ে যান সভায় আসা সাধারণ মানুষজন৷ চড় মারার পর মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় ওই ব্যক্তিকে ঘিরে ধরেন কংগ্রেস কর্মীরা৷ মারধর করা হয় তাঁকে৷ এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন হার্দিক প্যাটেল৷

এই ঘটনার ঠিক চব্বিশ ঘণ্টা আগে বিজেপি নেতাকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়৷ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করা নিয়ে সাংবাদিক বৈঠক করছিলেন বিজেপির বিদায়ী সাংসদ জিভিএল নরসিমা রাও৷ দিল্লিতে বিজেপির সদর দপ্তরে তাঁকে লক্ষ্য করে জুতো ছোঁড়ে এক শল্য চিকিৎসক৷ যদিও ওই ব্যক্তিকে আটক করা হয়েছে৷ নরসিমা রাওয়ের উপর হামলার ঘটনায় এখনও কারও বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলেনি বিজেপি৷ তবে হার্দিক প্যাটেলকে চড় মারার ঘটনায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা৷ গেরুয়া শিবিরের কেউই যদিও এ ব্যাপারে একটিও মন্তব্য করেনি৷

উল্লেখ্য, গত ১২ মার্চ কংগ্রেসে যোগ দেন পাতিদার আন্দোলনের ডাকাবুকো নেতা হার্দিক প্যাটেল। এবার লোকসভা নির্বাচনে তিনি লড়াই করবেন জামনগর আসন থেকে। গুজরাটে কংগ্রেসের প্রচারে তিনিই এখন স্টার প্রচারক। যদিও ২০১৫ সালে মেহসেনার একটি সংঘর্ষের ঘটনায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন হার্দিক প্যাটেল। সেই রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন হার্দিক। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ার কারণে তিনি আর ভোটে লড়াই করতে পারবেন না। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest