কর্মবিরতির জের, শিশুমৃত্যুকে ঘিরে উত্তাল মেদিনীপুর মেডিক্যাল কলেজ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#মেদিনীপুর: চিকিৎসকদের লাগাতার আন্দোলনের মাঝে ফের প্রাণ হারাল এক সদ্যোজাত৷ সাগর দত্ত হাসপাতালের পর এবার ঘটনাস্থল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ মৃত সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান সদ্যোজাতর পরিজনেরা৷  মৃতের পরিজনদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের ধস্তাধস্তি বেধে যায়। যদিও কিছুক্ষণের মধ্যে পুলিশি আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়৷

জানা গিয়েছে, তিন দিন আগে সিজার করে মেদিনীপুর মেডিকেলে পুত্র সন্তানের জন্ম দেন মুস্তারি বিবি নামে এক মহিলা। জন্ম থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল শিশুটির৷ তাই সদ্যোজাত এসএনসিইউ ওয়ার্ডেই ছিল৷ শনিবার সকালে হাসপাতালের তরফে পরিবারকে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে। এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবারের লোকজন। মৃত শিশুর দেহ জুনিয়ার ডাক্তারদের সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরিবারের অভিযোগ, চিকিৎসকদের লাগাতার কর্মবিরতির জেরে সদ্যোজাত ঠিকঠাক পরিষেবা পায়নি৷

চিকিৎসকদের আন্দোলনের মাঝেই বিক্ষোভ দেখাতে শুরু করেন শিশুর মা৷ অন্যান্য রোগীর পরিজনেরাও প্রতিবাদে শামিল হন৷ আন্দোলনকারী চিকিৎসক এবং সদ্যোজাতের পরিজনদের সঙ্গে বচসাও হয়৷ খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ অতিরিক্ত পুলিশ সুপারও ঘটনাস্থলে যান৷ শিশুমৃত্যুর যথাযথ তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়৷

এ দিকে এনআরএস কাণ্ডে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ১০ চিকিৎসক শনিবার গণ ইস্তফা দেন। তাঁদের মধ্যে অধিকাংশই শিশুরোগ বিশেষজ্ঞ। এই হাসপাতালের মোট ১১ জন শিশুরোগ বিশেষজ্ঞ রয়েছেন। তাঁদের অনেকেই প্রফেসর পদমর্যাদার। ইস্তফা দিলেও তাঁরা আপাতত হাসপাতালের পরিষেবা দেবেন বলে জানিয়ে দিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest