Site icon The News Nest

কলকাতার বুকে রুটমার্চ শুরু কেন্দ্রীয় বাহিনীর

root march

কলকাতা : লোকসভা নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার শহরে এসে পৌঁছেছে আধা সামরিক বাহিনী৷ শনিবার থেকে শহরের বিভিন্ন প্রান্তে রুটমার্চ করে এই বাহিনী৷লোকসভা ভোট শুরু হতে এখনও বাকি ২৫ দিন।সপ্তম দফায় আগামী ১৯ মে কলকাতা উত্তর-দক্ষিণ লোকসভা কেন্দ্রে নির্বাচন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রায় দু’মাস আগে শহরে রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী।

এদিন বিকালে বউবাজার, বটতলা, শোভাবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউতে এরিয়া ডমিনেশন করতে দেখা যায় বাহিনীকে। শহরের অলিতে গলিতে ঘোরে বাহিনী। পাশাপাশি, রাজারহাটেও এদিন আধাসেনা ১০ জনের একটি দলকে রুটমার্চ করতে দেখা যায়।রাজারহাটের মহিষগদি,দক্ষিণপাড়া, ঘোষপাড়া ও পশ্চিমপাড়া এলাকায় রুটমার্চ করার সময় বাহিনীর সঙ্গে ছিল রাজারহাট থানার পুলিসও। পুলিস ও বাহিনীকে রাজারহাটের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এলাকাবাসীর সঙ্গে কথা বলে এলাকা সম্বন্ধে খোঁজখবর নেন তারা। কোনও সমস্যা হলেই, তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন পুলিস ও বাহিনীর কর্তারা। শসনের বাঁধা গ্রাম ও দাদপুরেও রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী।জানা গিয়েছে, ১৭ তারিখ থেকে কলকাতা পুলিসের বিভিন্ন থানা এলাকায় রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। সকাল ৮টা থেকে দুপুর ১২ টা এবং বিকেল ৪টে থেকে রাত ৯ টা পর্যন্ত প্রতিদিন রুট মার্চ হবে বলে জানা গিয়েছে৷ কলকাতা পুলিশের প্রতি ডিভিশনে ১০ জন করে আধা সামরিক বাহিনীর সেনারা উপস্থিত থাকবে এই রুট মার্চে বলে সুত্রের খবর৷

Exit mobile version