Site icon The News Nest

কেউ হোয়াটসঅ্যাপের যে কোনো গ্রুপে আপনাকে অ্যাড করে ফেলছে? বন্ধ করতে রয়েছে ফিচার

WhatsApp features 1

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: ব্যবহারকারীদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ একাধিক ফিচার রেখেছে। কিন্তু অনেকেই সেই ফিচারগুলি এখনও পর্যন্ত ঠিক মতো বুঝে উঠতে পারেননি। এখানে তেমনই কিছু জরুরি ফিচার তুলে ধরা হল।

গ্রুপ ইনভিটেশন

হোয়াটসঅ্যাপে প্রাইভেসি পলেসির জায়গায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কয়েকটি বিশেষ ব্যবস্থা রেখেছে। সেখান থেকেই নিয়ন্ত্রণ করা যায় কে গ্রুপ ইনভিটেশন পাঠাতে পারবে এবং কে পারবে না। প্রাইভেসির জায়গায় তিনটি অপশন আছে। এভরিবডি, মাই কনট্যাক্ট এবং নো বডি। এই তিনের মধ্যে একটি সিলেক্ট করে রাখলে, সেই মতোই গ্রুপ ইনভিটেশন আসতে থাকবে। এটি কেবল বিটা ভার্সানের ফোন ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য।

ভয়েস ম্যাসেজ

একটি ভয়েস মেসেজের পর অন্যটি শোনার জন্য বার বার প্লে বোতাম ক্লিক করতে হবে না। নিজে থেকেই পর পর মেসেজ শোনাতে থাকবে অ্যাপ। এই ফিচারটি কেবল অ্যানড্রয়েড ফোনের জন্য।

ফরোয়ার্ডিং ইনফো

কোনো বার্তা ভুয়ো না ঠিক, তা কতবার ফরোয়ার্ড করা হয়েছে এই সব খবর পাওয়া যাবে এই ফিচার থেকে। এই ফিচারও কেবল অ্যানড্রয়েড ফোনের জন্য।

প্রোফাইল পিকচার ডাউনলোড ডিজএবেল

এই ফিচারের মাধ্যমে নিজের প্রোফাইল পিকচারকে ডাউনলোড হওয়ার হাত থেকে বাঁচানো যায়।

Exit mobile version