কেরিয়ার সামাল দিতে ‘মোদি’ রূপে বিবেক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তাঁর আগমনে আশা জেগেছিল সিনেপ্রেমীদের মনে। কোম্পানি থেকে যুবা, সাথিয়া থেকে মাস্তি – একের পর এক হিট সিনেমা দিয়ে বলিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন বিবেক ওবেরয়। কিন্তু সলমন খানের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে শেষ হয়ে যায় তাঁর অভিনয় জীবন। সিনেমা ছেড়ে মন দিয়েছিলেন হোটেল ব্যবসায়। অবশেষে ‘নরেন্দ্র মোদি’র কাঁধে ভর করে আলোচনায় ফিরে এলেন বিবেক ওবেরয়।
সোমবার প্রকাশিত হল নরেন্দ্র মোদির বায়োপিকের পোস্টার। ব্যাকগ্রাউন্ডে জাতীয় পতাকা। সামনে গেরুয়া গলাবন্ধ পাঞ্জাবি,রিমলেস চশমা,সাদা দাড়িতে দাঁড়িয়ে রয়েছেন বিবেক ওবেরয়। মুম্বইতে এদিন একটি অনুষ্ঠানে পোস্টারটি সামনে আনেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। পরে ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন বিবেক। জানা গিয়েছে মোট ২৭টি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। মুক্তি পাবে ১৯’এর সাধারণ নির্বাচনের আগেই। বেশির ভাগ শুটিং হবে গুজরাত,দিল্লি এবং হিমাচল প্রদেশে।
ফিল্মটি পরিচালক ওমঙ্গ কুমার। এর আগে ‘মেরি কম’পরিচালনা করেছেন তিনি। প্রযোজক সুরেশ ওবেরয় ও সন্দীপ সিং।
প্রথমে ফিল্মটিতে অভিনয় করার কথা ছিল অভিনেতা -সংসদ পরেশ রাওয়ালের। পরে সরে যান তিনি। আসেন বিবেক। আর ছেলেকে বলিউডে ফেরানোর দায়িত্ব নেন সুরেশ ওবেরয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest